আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ঘটল অপেক্ষার অবসান। জয়ের দেখা পেল বার্সেলোনা। লা লিগার ম্যাচে লেভান্তেকে ৩-০ ব্যবধানে পরাস্ত করল কাতালান ক্লাবটি। ফলে খানিকটা হলেও স্বস্তির হাওয়া এল বার্সা শিবিরে। কারণ, পয়েন্ট টেবিলের নবমস্থানে নেমে গিয়েছিল খ্যাতনামা এই স্প্যানিশ ক্লাবটি। সমর্থকরাও নিরাশ হয়ে পড়েছিল। তাই এই জয়টা খুবই দরকার ছিল।
লিওনেল মেসির ১০ নম্বর জার্সি পরিধান করে আজ প্রথমবার মাঠে নামলেন আনসু ফাতি। চোট মুক্ত হয়ে রবিবার মাত্র ১০ মিনিটের জন্য খেললেন এই তরুণ ফরোয়ার্ড। আর ওই অল্প সময়ের মধ্যে নেমেই দলকে একটি গোল উপহার দিয়েছেন তিনি।
খেলা শুরুর ৬ মিনিটের মাথাতেই পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি মেমপিস ডিপে। এই গোলের রেশ কাটতে না কাটতেই ১৪ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন লুক ডি জং। বার্সার জার্সিতে এই প্রথম গোলের দেখা পেলেন সেভিয়া থেকে আসা এই ফুটবলারটি। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে লেভান্তের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ফাতি। রেফারি শেষ বাঁশি বাজালে জিতে মাঠ ছাড়ে রোনাল্ড কোয়ম্যানের দল।