24ºc, Haze
Wednesday, 1st February, 2023 12:57 am
নিজস্ব প্রতিনিধি: ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বেটিং চক্র। গত বুধবার ইডেনে প্লে-অফের এলিমেনেটর ম্যাচ ছিল। সেই ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই খেলা দেখতে এসে মাঠে বসেই বেটিং চক্র চালাচ্ছিল তিনজন যুবক। ম্যাচের মাঝপথে তাদের দেখে সন্দেহ হয় পুলিশের । আর সঙ্গে-সঙ্গেই ওই তিনজনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে, ওই তিনজন যুবক ইডেনের মাঠে দর্শক আসনে বসেই বেটিং প্রক্রিয়া চালাচ্ছিল। তাদের প্রত্যেকের হাতেই একাধিক মোবাইল ছিল। আর তারা ঘন-ঘন মোবাইলে কথা বলছিল। যেটা দেখে পুলিশের সন্দেহ হয়। আর তড়ি-ঘড়ি তিনজনকে আটক করে নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়।
এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় একটি গেস্ট হাউস থেকে আরও দু’জনকে গ্রেফতার করেন। জানা গিয়েছে, ইডেনের এফ-ওয়ান ব্লকে বসে বেটিংয়ের মতো অপরাধমূলক কাজটি চালাচ্ছিলেন তারা। আর গেস্ট হাউস থেকে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিও সেটা অপারেট করছিলেন। তারা সকলেই বিহারের বাসিন্দা। বেটিং চক্রের সঙ্গে যুক্ত থাকা ৫ জনের থেকে মোট ৭টি মোবাইল ফোন পাওয়া গিয়েছে।
তবে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেটা জানার জন্য বিশেষ তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা।