24ºc, Haze
Saturday, 1st April, 2023 7:36 pm
নিজস্ব প্রতিনিধি: না, করোনার হাত থেকে যেন কোনওভাবেই ছাড় পাচ্ছে দিল্লি ক্যাপিটালস শিবির। এবার মারণ ভাইরাসটির কোপ পড়ল দলের এক নেট বোলারের ওপর। যার জেরে চেন্নাই ম্যাচের আগে আইসোলেশনে চলে যেতে হল গোটা দলকে। জানা গিয়েছে, ওই নেট বোলারের ফের কোভিড টেস্ট করা হবে। সেই সঙ্গে পরীক্ষা করা হবে দলের সমস্ত ক্রিকেটারদের। তার ওপর নির্ভর করছে ম্যাচে নামা। তবে খেলা এখনও বাতিল করা হয়নি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্র খবর, রবিবার সকালেই দিল্লি শিবিরের প্রত্যেক ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। আর সেখানেই এক নেট বোলারের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁরই সঙ্গে একই ঘরে থাকতেন আরও একজন নেট বোলার। তাই দ্রুত তাদের আইসোলেশনে পাঠানো হয়। আর ঝুঁকি না নিয়ে কিছুক্ষণের মধ্যেই গোটা দলকে নিভৃতবাসে পাঠানো হয়। আরও একবার টেস্ট হওয়ার পর সকলের রিপোর্ট নেগেটিভ এলেই আইসোলেশন থেকে বেরাতে পারবে দিল্লি শিবির। পাশাপাশি, নামতে পারবে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে।
এক আগে দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট, এক সাপোর্ট স্টাফ-সহ দুই ক্রিকেটার মিচেল মার্শ এবং টিম সেইফার্ট করোনা আক্রান্ত হয়েছিলেন। তার কিছুদিন পরই পরিবারের সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ আসায় আইসোলেশনে যেতে হয়েছিল কোচ রিকি পন্টিংকেও। ফলে এক ম্যাচে ডাগ- আউটে থাকতে পারেননি তিনি। সেই ম্যাচে হারের মুখ দেখে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি।