23ºc, Haze
Wednesday, 1st February, 2023 2:03 am
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: জঙ্গিদের ঘাঁটি হিসেবেই পরিচিত বন্দর নগরী চট্টগ্রাম। তাই কোনও ঝুঁকি না নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে শেষ একদিনের ম্যাচ ও প্রথম টেস্ট ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলছে চট্টগ্রাম পুলিশ। মঙ্গলবার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নকল মহড়া বা মক ড্রিলের আয়োজনও করা হয়। সম্ভাব্য জঙ্গি হামলা কীভাবে মোকাবিলা করা হবে এবং বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটলে কীভাবে কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়েই নকল মহড়া চালানো হয়। যদিও এখনও পর্যন্ত ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে কোনও জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
আগামী ১০ ডিসেম্বর শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যে শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে ১৪ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। দুই ম্যাচ ঘিরে নিরাপত্তার বিন্দুমাত্র ফাঁক রাখতে চায় না চট্টগ্রাম পুলিশ। হোটেল থেকে মাঠে খেলোয়াড়দের আসা-যাওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রেই পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। র্যাব ও সোয়াটের পাশাপাশি দায়িত্বে থাকছে পুলিশের বিশেষ প্রশিক্ষিত বাহিনীর জওয়ানরা। তাছাড়া বম্ব ও ডগ স্কোয়াডও মোতায়েন করা হচ্ছে।
এদিন সকালে নিরাপত্তা রক্ষীদের নকল মহড়া অনুষ্ঠিত হয়। ওই মহড়ায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সহ পদস্থ আধিকারিক। নকল মহড়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিএমপি কমিশনার বলেন, ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে কোনও রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। হামলার হুমকি না থাকলেও নিরাপত্তার নিশ্ছিদ্র বলয় গড়ে তোলা হচ্ছে।