27ºc, Haze
Saturday, 13th August, 2022 11:07 pm
আন্তর্জাতিক ডেস্ক: ম্যানচেষ্টার ইউনাইটেড (Manchester United ) ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো (Cristiano Ronaldo) রোনাল্ডো। তিনি নিজেই জানিয়েছেন, এই সিদ্ধান্তের কথা। ম্যান ইউতে রোনাল্ডো যোগ দিয়েছিলেন দলটিকে লিগসেরার লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্যে তিনি সফল হতে পারেননি। তাছাড়া চলতি মরসুমে ক্লাবের ১৩জন খেলোয়াড় অন্যত্র চলে গিয়েছেন। তাদের ফেরার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না। পাশাপাশি দরকার ছিল নতুন খেলোয়াড়ের। সে ব্যাপারে ক্লাবের কোনও তাপ-উত্তাপ নেই। ফলে রোনাল্ডো (Cristiano Ronaldo) এক প্রকার ধৈর্য্য হারিয়ে ফেলেছেন।
রোনাল্ডোর (Cristiano Ronaldo) ম্যান ইউ (Manchester United ) ছাড়ার খবর প্রকাশ করেছে টাইমস এবং দ্য অ্যাথলেটিক। তাদের প্রতিবেদন অনুযায়ী, রোনাল্ডো ক্লাবকর্তাদের বলেছেন, তাঁর জন্য কোনও ক্লাব ইউনাইটেডের (Manchester United) কাছে উপযুক্ত প্রস্তাব পাঠালে তারা যেন প্রস্তাব গ্রহণ করে।
গত মৌসুমে জুভেন্তাস থেকে ইউনাইটেডে নাম লেখান রোনাল্ডো (Cristiano Ronaldo) । হিসেব মতো চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি। চুক্তি শেষ হতে বাকি আরও একবছর। দ্য অ্যাথলেটিক-য়ের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রোনাল্ডোর (Cristiano Ronaldo) ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে নাপোলি এবং বায়ার্ন মিউনিখের (Fc Bayern munich) মতো ক্লাবগুলি। পিএসজি আগেই জানিয়ে দিয়েছে রোনাল্ডোর ব্যাপারে তাদের কোনও আগ্রহ নেই। পিএসজি (PSG) রোনাল্ডো সম্পর্কে যা বলেছে, তার মূল বক্তব্য, রোনাল্ডো তাদের ক্লাবে যোগ দিতে চাইলেও তারা এই ফুটবল তারকাকে কিনবে না। জানা গিয়েছে, চেলসির (Chelsea) নতুন মালিক টড বোয়েলির সঙ্গে রোনাল্ডোর এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে কথা হয়েছে। যদিও সিটি, লিভারপুল (Liverpool) , আর্সেনাল (Arsenal F.C )ও টটেনহোমের মতো ক্লাবগুলো এর মধ্যেই নতুন খেলোয়াড় দলে টানতে শুরু করেছে।