24ºc, Haze
Saturday, 1st April, 2023 7:46 pm
নিজস্ব প্রতিনিধি: বড়সড় ধাক্কা খেল প্লে-অফের সামান্য আশা জিইয়ে রাখা কলকাতা নাইট রাইডার্স। আইপিএল থেকে ছিটকে গেলে অজি পেসার প্যাট কামিন্স। জানা গিয়েছে, কোমরের চোট গুরুতর হওয়ার কারণে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বল এবং ব্যাট করতে বেশ ভালো মতোই সমস্যা হচ্ছিল অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কের। তবে আর ঝুঁকি নিতে চাইছেন না প্যাট। সিডনিতে গিয়ে চিকিৎসা করানোর জন্য নাইট শিবির ছাড়লেন এই বিদেশি ক্রিকেটার। যার ফলে শেষ দুই ম্যাচে আর তাঁর সার্ভিস পাবে না কেকেআর।
গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে না পারলেও বল হাতে জ্বলে উঠেছিলেন প্যাট কামিন্স। তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। তখনও তাঁকে দেখে একবারও মনে হয়নি যে তিনি ও চোটে ভুগছেন। পরে দেশে ফেরার জন্য টিম ম্যানেজমেন্টের কাছে আবেদন জানান অজি বোলার। আর তারা সেই আবেদন মঞ্জুর করেন।
চলতি আইপিএলের শুরুর দিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর ১৪ বলে ৫৬ রানের ইনিংস সর্বদা মনে রাখবে কেকেআরের ফ্যানরা। তাঁর দৌলতেই সেদিন পাঁচবারের চ্যাম্পিয়নদের হারাতে সক্ষম হয়েছিল কলকাতা।