31ºc, Haze
Saturday, 21st May, 2022 8:01 am
নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে শেষ আশাটারও সমাপ্তি ঘটিয়েছে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। সেই সঙ্গে নাইট ব্রিগেডের আত্মবিশ্বাসও একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এমন অবস্থাতে আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেলেও বাকি তিন ম্যাচ জিতে সম্মানের সঙ্গে টুর্নামেন্ট শেষ করাই লক্ষ্য তাদের। তবে কাজটা যে খুব একটা সহজ নয় সেটা খুব ভালো করেই জানে নাইট টিম ম্যানেজমেন্ট।
মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার আইপিএল রেকর্ড খুবই খারাপ। এখনও পর্যন্ত মোট ৩০ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ২২ বার জয়ের মুখ দেখেছে বাণিজ্য নগরী আর তিলোত্তমা খাতায় রয়েছে মাত্র ৮টি জয়। পাশাপাশি, হারতে-হারতে আচমকা ঘুরে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাই রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে হারাতে গেলে যে নিজেদের উজার করে দিতে হবে সেটা বেশ ভালো মতোই বুঝতে পারছে কলকাতার ক্রিকেটাররা।
গত ম্যাচে তথা লখনউয়ের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ডাহা ফেল করেছিল নাইটরা। বিশেষ করে কেকেআরে ব্যাটিং লাইনআপের অবস্থা দেখলে রীতিমতো লজ্জায় পড়তে হবে। এখনও পর্যন্ত ওপেনিং জুটি সেট করে উঠতে পারেনি দলটা। প্রায়ই চলছে পরীক্ষা-নীরিক্ষা। সমালোচনার ঝড় বয়ে গেলেও তাতে একবিন্দুও টনক নড়েনি নাইট ব্রিগেডের। এবার দেখার বিষয় হল মুম্বইয়ের বিরুদ্ধে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা।