নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবারই তিনি হুঙ্কার ছেড়েছিলেন, কীভাবে লক্ষাধিক ভারতীয় সমর্থককে চুপ করিয়ে দিতে হয় তা জানেন। রবিবার বিশ্বকাপ ফাইনালে সত্যিই মোতেরা স্টেডিয়ামে হাজির এক লক্ষ ৩২ হাজার ভারতীয় সমর্থককে স্তব্ধ করিয়ে দিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। কার্যত রোহিত শর্মা-বিরাট কোহলি-মহম্মদ শামিদের কাঁদিয়ে ছেড়ে কাগুজে বাঘ বানিয়ে দিয়েছেন ট্র্যাভিস হেড-মার্নুস লাবুশানেরা। আর ফের একবার বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ করার পরে ফাইনালের আগের রাতে কী করেছিলেন, তা ফাঁস করে দিলেন অজি অধিনায়ক প্যাট কামিংস।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তার মাঝেই এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন-বিশ্বকাপের আগের রাতে কী করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা? মানসিক ও স্নায়বিক চাপ কীভাবে সামলালেন? জবাব দিতে গিয়ে এক গাল হেসে কামিংস বলেন, ‘গতকালের (শনিবার) রাতটা আমরা খুব আরামে আর আয়েশে কাটিয়েছি। প্রথমে টিম মিটিং ছিল। তার পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে নৈশভোজ সেরেছিলাম। এর পরে আধ ঘন্টার মতো ভিডিও গেম খেলেছিলাম।’
টি টোয়েন্টি ক্রিকেট চলে আসার পরে গত কয়েক বছর ধরে একদিনের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে? টি টোয়েন্টির চাপে একদিনের ক্রিকেট কৌলিন্য হারাচ্ছে বলেও অনেকে দাবি করেছেন। যদিও তাঁদের সঙ্গে সহমত পোষণ করেননি অজি অধিনায়ক কামিংস। তাঁর কথায়, ‘এখনই এটা বলা কঠিন যে একদিনের ক্রিকেট প্রাসঙ্গিকতা হারাচ্ছে। হয়তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি তাই, কিন্তু এই বিশ্বকাপে এসে আমি আবারও একদিনের ক্রিকেটের প্রেমে পড়ে গিয়েছি। আমি জানি না এর ভবিষ্যৎ কী হবে? তবে আমি নিশ্চিত, এটি আরও লম্বা সময় ধরে টিকে থাকবে। গত দুই মাসে বেশ কিছু অসাধারণ ম্যাচ ও গল্প লেখা হয়েছে। তাই আমি মনে করি একদিনের ক্রিকেটের অবশ্যই স্থান আছে।’
’