এই মুহূর্তে




ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়ল জার্মানি, এক ধাপ এগোল আর্জেন্টিনাও

নিজস্ব প্রতিনিধি: ফিফার সর্বশেষ ক্রম তালিকায় উন্নতি ঘটেছে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার। এক ধাপ এগিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে। জার্মানিও দুই ধাপ এগিয়ে ফের প্রথম দশে ঢুকে পড়েছে। তবে দুঃসময় চলছে ব্রাজিলের। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সর্বশেষ তালিকায় আরও এক ধাপ পিছিয়ে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার তরফে যে ক্রমতালিকা প্রকাশ হয়েছে তাতে বিশ্ব ফুটবলের শক্তিধর দেশ স্পেন ১৮৮০.৭৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। গত সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপের রানার্স ফ্রান্স ১৮৭০.৯২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছিল। এবার কিলিয়ান এমবাপেদের সরিয়ে দ্বিতীয়স্থান দখল করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের পয়েন্ট ১৮৭২.৪৩। এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে যাওয়া ফ্রান্সের পয়েন্ট ১৮৬২.৭১। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। হ্যারি কেইনদের পয়েন্ট ১৮২৪.৩০। পঞ্চম স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। পর্তুগিজদের পয়েন্ট ১৭৭৯.৫৫। ব্রাজিলকে হটিয়ে ষষ্ঠস্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। সদ্যই জাপানের কাছে প্রথমবারের মতো হেরে যাওয়া পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এক ধাপ পিছিয়ে সাতে নেমে গিয়েছে। অষ্টম স্থানে বেলজিয়াম। আগের তালিকায় দশম স্থানে থাকা ইতালি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে। বিশ্ব ফুটবলের আর এক শক্তিধর দেশ জার্মানি তিন ধাপ পিছিয়ে দ্বাদশ স্থানে নেমে গিয়েছিল। ফের প্রথম দশে জায়গা করে নিতে পেরেছে।

ফিফার সর্বশেষ ক্রমতালিকায় সবচেয়ে বেশি উন্নতি হয়েছে আফ্রিকার দেশ নাইজারের। নয় ধাপ এগিয়ে ১০৮ নম্বরে উঠে এসেছে। গত সেপ্টেম্বরে প্রকাশিত তালিকার নিরিখে এবার আট ধাপ পিছিয়েছে গ্রিস।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল-হলুদকে হারিয়ে ২২ বছর পর শিল্ড সবুজ-মেরুনের

যুবভারতীতে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের হাড্ডাহাড্ডি লড়াই

‘২০২৭ সালের বিশ্বকাপে খেলব’, খুদে ভক্তকে ওয়াদা রোহিত শর্মার

শনি সন্ধ্যায় শিল্ড ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, জয়ের জন্য মরিয়া দু’পক্ষ

পাক বিমান হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজে দল প্রত্যাহার

শনিতে শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি, সমর্থকদের গ্যালারি ভরানোর আর্জি বাগান কোচের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ