এই মুহূর্তে




আশা ভঙ্গ মেক্সিকোর, সেমিফাইনালে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিনিধি: ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। ফলে তারা এখন সেমিফাইনালে। চিলির সান্তিয়াগোয় এই ম্যাচ অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা ও মেক্সিকোর কোয়ার্টার ফাইনালের ম্যাচ নানা কারণে চর্চায় রয়ে যাবে। এই ম্যাচটিতে ফাউল এবং হলুদ কার্ড দর্শন হয়েছে অগুনতিবার। এমনকি দু’জন খেলোয়ারকে দেখতে হয়েছে লাল কার্ড। ২০০৭ সালের পর এই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল আর্জেন্টিনা। প্রতি দু’বছর পর পর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চলতি বছরে টুর্নামেন্টের শেষ সাত আসরের মধ্যে আর্জেন্টিনা সবচেয়ে ভাল খেলেছে কোয়ার্টার ফাইনালেই। সান্তিয়াগোর জুলিও মার্টিনেস  প্রাদানোস স্টেডিয়ামে আর্জেন্টিনা দুটি গোল করে নিজেদের জয় নিশ্চিত করে।

ম্যাচের ন’মিনিটের মাথায় মেক্সিকান গোলকিপার ছোট একটি ভুল করেন। সেই ভুলকেই কাজে লাগান মাহের কারিজো। সুযোগে বল পেয়ে দলকে এগিয়ে নিয়ে যান মাহের কারিযো। বছর ১৯ এর এই সেন্টার ফরওয়ার্ডের টুর্নামেন্টে তৃতীয় গোল এটি। ম্যাচের ৫৬ মিনিটের মাথায় আবার গোল পায় আর্জেন্টিনা। মাঠে বদলি হয়ে নামা মাতেও সিলভেত্তি এরপর খেলেন দ্বিতীয় শট। ফলে আর্জেন্টিনার স্কোরলাইন হয় ২-০। মাতেও সিলভেত্তি মূলত ইন্টার মায়ামিতে খেলেন, তিনি একজন উইঙ্গার। যুব বিশ্বকাপে দ্বিতীয় গোল এটি তাঁর। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধান বজায় রেখে সদর্পে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

মেক্সিকো হয়তো এই টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। তবে মাঠ ছাড়ার আগে দুই দলেরই শরীরী ভাষা ছিল যথেষ্ট আক্রমণাত্মক। পুরো ম্যাচে মোট ৩৭ টি ফাউল হয়েছে। এর মধ্যে ২০টি করেছে আর্জেন্টিনা, ১৭টি করেছে মেক্সিকো। সবচেয়ে বেশি কার্ড দেখেছে মেক্সিকো। এই দলকে সাতটি হলুদ কার্ড এবং দুটি লাল কার্ড দেখানো হয়েছে।  ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা এক্সট্রা টাইমের দু মিনিটের মাথায় দিয়েগো ওচোয়া লাল কার্ড দেখেন। ৭ মিনিটে তাহিয়েল জিমেনেজ লাল কার্ড পান। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সিলভেটটির গলা চেপে ধরার। এবার ফাইনালে ওঠা লড়াইয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা। তাকে লড়তে হবে কলম্বিয়ার বিরুদ্ধে। কলম্বিয়া অন্য কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে স্পেনকে পরাজিত করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইডেনের পিচ খারাপ ছিল না, আমরা পারিনি’, পরাজয়ের দায়ভার দলের কাঁধেই চাপালেন কোচ গম্ভীর

অত্যন্ত খারাপ পিচ, ১২৪ তুলতেই ছুটল ভারতের কালঘাম, ইডেনে জয়ীর মুকুট প্রোটিয়াদের মাথায়

শুরুতেই প্যাভিলিয়নে যশস্বী ও রাহুল, চাপের মুখে ভারত, প্রায় জয়ের চৌকাঠে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

খেলতে পারবেন না শুভমন, জানিয়ে দিল বিসিসিআই

উডল্যান্ডসে ভর্তি শুভমন গিল, ইডেন টেস্টে খেলার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের

কোহলি-রোহিতকে ধরে রাখল বেঙ্গালুরু-মুম্বই, চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ