এই মুহূর্তে




মেসির হ্যাটট্রিক, বলিভিয়ার জালে হাফ ডজন গোল জড়ালেন বিশ্বজয়ীরা

courtesy google




নিজস্ব প্রতিনিধি : টানা দুই ম্যাচের হতাশা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়িয়েছে বাঘের মত। বুধবার (১৬ অক্টোবর) ভোরে ঘরের মাঠেই বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। একটি করে গোল পেয়েছেন জুলিয়ান আলভারেজ, আলমাদা এবং লাউতারো মার্টিনেজ। অন্য গোলটা এসেছে আলভারেজের বদলি নামা থিয়াগো আলমাদার থেকে। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ৬ গোলের এই জয়ের পরে নিজেদের আধিপত্য আরও শক্ত হাতে গড়ল আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে বেশ ভাল ফর্মেই ছিল আর্জেন্টিনা। তবে সবশেষ দুই ম্যাচ একেবারেই ভালো যায়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। টানা ১২ ম্যাচ জয় তুলে নেওয়া দলটি কলম্বিয়ার কাছে হেরে গেল। এর ঠিক এক মাস পর, ভেনেজুয়েলার মুখোমুখি হয়েও জয়ের দেখা পায়নি লিওনেল স্কালোনির দল। টানা দুই ম্যাচের হতাশা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াল বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই ইঙ্গিত দিয়েছিল আর্জেন্টিনা। অন্তত প্রথম ৪৫ মিনিটের পরিসংখ্যানেও সেটা ছিল স্পষ্ট। প্রথমার্ধেই বলিভিয়ার রক্ষণে রুখে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। ম্যাচে বল পজেশনের পাশাপাশি আক্রমণেও আর্জেন্টিনার আধিপত্য ছিল পুরোদমে। প্রথমার্ধে দুই দলের ব্যবধান হয়ে রইলেন শুধুই মেসি। এক গোলের পাশাপাশি করেছেন দুই অ্যাসিস্ট। তাতেই ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষে আর্জেন্টিনা পেয়ে গেল একেবারে ৩ গোল।

তবে বিশ্বকাপ (দক্ষিণ আমেরিকা অঞ্চল) বাছাইয়ের ইতিহাসে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের এই ম্যাচে ৫ গোলে অবদান রয়েযে মেসির। প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি হ্যাটট্রিকের গৌরবও এখন ৩৭ বছর বয়সী এই কিংবদন্তির। এই মহাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সর্বশেষ কোনো খেলোয়াড় হ্যাটট্রিকের সঙ্গে ২টি গোল করিয়েছিলেন ১৫ বছর আগে। ৪৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল পায়ে টান দিয়ে বলিভিয়া রক্ষণকে বেকায়দায় ফেলেন মেসি।

উল্লেখ্য, ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সবার উপরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া। ১০ ম্যাচ খেলা উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয়। মন্টিভিডিওতে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। চিলিকে ৪–০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ভেনেজুয়েলার বিপক্ষে ২–১ গোলে জিতেছে প্যারাগুয়ে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধ্বংসী পুরান, হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে জয় লখনউয়ের

আগুনে বোলিং শার্দূলের, ১৯০ রানে থামল হায়দরাবাদ

ইংল্যান্ড সফর থেকে সরে দাঁড়াচ্ছেন রোহিত শর্মা, আচমকা হলটা কী?

হায়দরাবাদের মুখোমুখি লখনউ, পরিসংখ্যানে কারা এগিয়ে?

নেট দুনিয়ায় আবার ট্রোলের শিকার বিরাটের RCB! কী এমন ঘটল?  

কুইন্টনের চওড়া ব্যাটে রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় কলকাতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর