24ºc, Haze
Saturday, 1st April, 2023 8:05 pm
নিজস্ব প্রতিনিধি: অনেক আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি করার কথা জানিয়েছে বিসিসিআই। আর তারপর থেকেই বিভিন্ন বহুজাতিক সংস্থাগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে স্বত্ব কেনার প্রতিযোগিতা। এই দৌড়ে এবার ঢুকে পড়ল Google ও Amazon।
জানা গিয়েছে, Google-এর অ্যালফাবিট ইঙ্ক সংস্থা পরবর্তী আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে ভীষণভাবে আগ্রহী। এছাড়া আরও অনেক সংস্থাই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি এই ঘরোয়া টি-২০ ক্রিকেট লিগ দেখানোর সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে। সেই তালিকার মধ্যে রয়েছে আমেরিকার এক বহুজাতিক সংস্থার নামও। সূত্রের খবর, ওই সংস্থার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তারাও ভারতীয় বোর্ডের থেকে সম্প্রচারস্বত্ব কেনার জন্য বিডিং পেপার তথা দরপত্র নিয়েছে। পাশাপাশি, অ্যামাজন, ডিজনি, মুকেশ আম্বানির রিল্যায়েন্স, সোনি গ্রুপ, জি এন্টাটেইনমেন্ট, ড্রিম ইলেভেনের মতো সংস্থাও দরপত্র তুলেছে।
বিসিসিআইয়ের তরফ থেকে আইপিএলের সম্প্রচারস্বত্বের মূল্য প্রায় ৫৫ কোটি টাকা রাখা হয়েছে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত স্বত্ব বিক্রি করতে চায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। এবার দেখার বিষয় বিডিংয়ে কোন সংস্থা বাজিমাত করেন।