24ºc, Haze
Wednesday, 1st February, 2023 12:45 am
নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মঞ্চে প্রথমবার পা রেখেই বাজিমাত করে দিল গুজরাত টাইটানস। ইডেনে প্রথম কোয়ালিফায়ারে জিতে সরাসরি টুর্নামেন্টের ফাইনালে পা রাখল হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। ক্রিকেটের নন্দন কাননে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারাল তারা। ব্যাটসম্যানদের দাপটে তিন বল বাকি থাকেই জয় তুলে নিল টাইটানসরা। হার্দিক পান্ডিয়া (৪০) এবং ডেভিড মিলারের (৬৮) অপরাজিত ইনিংসের ওপর ভর করে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে সক্ষম হয় জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবার খেলতে আসা এই দলটি।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাটিং লাইনআপ শক্তিশালীয় হওয়ার জন্য চেজিংয়ের রাস্তাতেই হাঁটতে বাধ্য হন তিনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তোলে রাজস্থান রয়্যালস। জস বাটলার (৮৯), সঞ্জু স্যামসন (৪৭) এবং পাড্ডিকলের (২৮) ব্যাটের ওপর ভর করে বড় স্কোর খাড়া করতে সক্ষম হয় পিঙ্ক বিগ্রেড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ঋদ্ধিমান সাহার উইকেট হারায় গুজরাত। বাংলার এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঘরের মাঠে কোনও রান না করেই ফিরে যান। এরপর টাইটানসদের ব্যাটিংয়ের হাল ধরেন শুভমন গিল (৩৫) এবং ম্যাথিউ ওয়েড (৩৫)। তাঁরা ফিরে গেলে টিমকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন হার্দিক এবং মিলার। আর তাঁরা সেই কাজটা সহজেই সেরে ফেলেন। আর গুজরাত প্রবেশ করে যায় ফাইনালে। ম্যাচের সেরা হয়েছেন ডেভিড মিলার। রাজস্থানের কাছে এখনও ফাইনালে যাওয়ার একটা সুযোগ রয়েছে।