27ºc, Haze
Friday, 24th March, 2023 9:43 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব জল্পনার অবসান। রাসেল ডোমিঙ্গোর জায়গায় সাকিব আল হাসান-লিটনদের হেড স্যার হচ্ছেন প্রাক্তন শ্রীলঙ্কান ব্যাটার চন্ডিকা হাথুরুসিংহে। দুই বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২০ ফেব্রুয়ারি তিনি ঢাকায় পা রাখবেন। মঙ্গলবার নিজের বাসভবনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, টেস্ট, ওয়ান ডে ও টি টুয়েন্টি-তিন ফরম্যাটেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন হাথুরুসিংহে। এদিনই অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্বে ইস্তফা দিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার।
টি টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পরেই সাকিব আল হাসান-লিটন দাসদের হেড স্যারের দায়িত্বে ইস্তফা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। গত বছরের ২৮ ডিসেম্বর টাইগারদের হেড কোচের দায়িত্ব ছাড়েন তিনি। আর তার পরেই সাকিবদের নতুন কোচ কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করলেও হেড কোচের দৌড়ে এগিয়েছিলেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। কেননা, অতীতে তিন বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা ছিল।
২০১৪ সালের মে মাসে সাকিব-মামহুদুল্লাহদের হেড স্যার হয়ে এসেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার। তাঁর কোচিয়েং চমকে দেওয়ার মতো ফল করেছিল টাইগাররা। ২০১৫ সালে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল সাকিবরা। এমনকী ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও খেলেছিল টাইগাররা। শুধু সীমিত ওভারের ক্রিকেটে নয়, টেস্ট ক্রিকেটেও সাফল্য পেয়েছিল সাকিবরা। মিরপুরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় এবং কলম্বোয় শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা। তবে শেষের দিকে তাঁর সঙ্গে বিসিবির কর্তাদের ঝামেলা শুরু হয়। শেষ পর্যন্ত ২০১৭ সালে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীনই পদত্যাগপত্র পাঠিয়ে দেন। বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে নিজের দেশ অর্থাৎ শ্রীলঙ্কার জাতীয় দলের কোচ হন। তবে বিপুল পরিমাণ পারিশ্রমিক নেওয়ার অভিযোগে কয়েক মাসের মধ্যেই তাঁকে বরখাস্ত করা হয়।