এই মুহূর্তে




‘আমাদের মেয়েরা ছেলেদের থেকে কম কী!’, বিশ্বকাপজয়ী ভারতের মহিলা দলকে শুভেচ্ছা বলিউডের

নিজস্ব প্রতিনিধি: জিতেছে, জিতেছে, ৪৭ বছর পর মহিলা ওডিআই বিশ্বকাপে জিতেছে ভারত। হরমনপ্রীতদের জয়ের সঙ্গে সঙ্গে নতুন চ্যাম্পিয়ন পেয়েছে মহিলা বিশ্বকাপ। রবিবার নাভি মুম্বইয়ের স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা কে ৫২ রানে হারিয়ে জিতেছে ভারত। যেটি কিনা ইতিহাস সৃষ্টি করা জয়। কেননা ১৯৭৮ সালে প্রথম বার মহিলা বিশ্বকাপে অংশ নেয় ভারত। কিন্তু কোনও বারই দেশকে ট্রফি তুলে দিতে পারেনি ভারতীয় দল। অবশেষে ২০২৫ সালের বিশ্বকাপে হরমনপ্রীত কৌরে র নেতৃত্বে জয় পেল ভারত। এ জয় শুধু ভারতের রানিদের নয়, গোটা দেশের জয়। আরও একবার আন্তর্জাতিক স্তরে ভারতের মাথা উঁচু করল ভারতের রানিরা। প্রমাণ করল, মেয়েরা চাইলে বিশ্বজয় করতে পারে। এ বছর বিশ্বকাপের ফাইনালের সেমিফাইনাল থেকেই ভারতের জয় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। যখন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। আর এই কৃতিত্ব অনেকটাই যায় হরমনপ্রীত এবং জেমাইমা রদ্রিগেজদের। এরপর গতকাল ফাইনালে ভারী বৃষ্টির জন্যে খেলা একপ্রকার বন্ধ হয়ে যাওয়ার জো ছিল। কিন্তু বিলম্ব হলেও বিকেল ৫ টা থেকে শুরু হয় খেলা। টসে হেরে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। দুর্ধর্ষ রান করে ৫০ ওভারে ২৯৮ তোলে ভারত। কিন্তু শেষে ২৯৯ লক্ষ্য পূরণ করতে রীতিমতো হিমশিম খায় প্রোটিয়া কন্যার। শেষে ভারত দক্ষিণ আফ্রিকাকে অল আউট করে ৫২ রানে জেতে এবং ২৪৬ রান করেই ম্যাচ গোটায় দক্ষিণ আফ্রিকা। ভারতের এই জয় ইতিহাস সৃষ্টি করেছে।

সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই জয়ধ্বনি দিচ্ছে ভারতের। গোটা বলিউড ভারতের জয়ে উচ্ছ্বসিত। মেগাস্টার অমিতাভ বচ্চন, অজয় ​​দেবগন, রীতেশ দেশমুখ, প্রিয়াঙ্কা চোপড়া, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, অনুষ্কা শর্মা, কাজল, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা, করণ জোহর-সহ একাধিক বলিউড তারকা বিশ্বকাপ জয়ের জন্য ‘Women in Blue’-কে অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর বলিউড সেলিব্রিটিরা তাদের উত্তেজনা ধরে রাখতে পারছেন না। পাশাপাশি “হামারি ছোরি ছোরে সে কাম হ্যায় কে!” ভারতের মহিলা ক্রিকেট দলের প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ শিরোপা জেতার সঙ্গে সঙ্গে এই প্রতীকী লাইনটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অভিনেতা অজয় ​​দেবগন X-এ লিখেছেন, “একটি রাত যা আমরা কখনও ভুলব না। ধন্যবাদ, চ্যাম্পিয়নদের। এই দলটি বিশ্বকে দেখিয়েছে যে সত্যিকারের সাহস এবং বিশ্বাস কী করতে পারে!” অভিষেক বচ্চন লিখেছেন, ‘এসো, ভারত, বিশ্ব চ্যাম্পিয়নরা। অনেক ভালো কাজ করেছ তোমরা।’ অভিনেতা অনিল কাপুর মহিলা খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে পোস্টে লিখেছেন, “স্বপ্ন থেকে আধিপত্য বিস্তার, আমাদের মহিলারা এখন গোটা বিশ্বকে দখল করেছে!” অভিনেতা রীতেশ দেশমুখ লিখেছেন, “আমাদের মেয়েরা পুরুষদের থেকে কোনও অংশে কম নয়। ইতিহাস মাথা নত করেছে। কন্যারা জেগে উঠেছে। এটি ভারতের গর্ব, চিরকাল। এই মুহূর্তটি আমাদের দেশের চেতনায় চিরকাল খোদাই করা থাকবে। এটি প্রজন্মের পর প্রজন্মের তরুণীদের ভারতের হয়ে খেলতে অনুপ্রাণিত করবে !! টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়।” মালায়ালম সুপারস্টার মাম্মুটিও দলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “আমাদের অবিশ্বাস্য মহিলা TeamIndia-কে অভিনন্দন! তোমরা ইতিহাস তৈরি করেছ এবং পুরো জাতিকে গর্বে ভরে তুলেছ। এই জয় কেবল জয়ের চেয়েও বেশি কিছু, এটি মনোবল, স্থিতিস্থাপকতা এবং বিশ্বাসের গল্প। চ্যাম্পিয়নস, তোমাদের জন্য গর্বিত।” গীতিকার ও লেখক জাভেদ আখতারও চ্যাম্পিয়নদের প্রশংসা করে বলেছেন, “আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন এবং ধন্যবাদ। মেয়েরা, তোমরা আমাদের সকলকে গর্বিত করেছ যা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

মেগাস্টার অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন এবং ধন্যবাদ। মেয়েরা, তোমরা আমাদের সকলকে গর্বিত করেছ, যা ভাষায় প্রকাশ করা যাবে না।’ অভিনেতা হৃতিক রোশন লিখেছেন, ‘ঐতিহাসিক! আমাদের প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন।’ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘আমি বড় হয়েছি ছেলেদের ক্রিকেট দেখে। কিন্তু আজ আমাদের সবার চোখ শুধু তোমাদের উপর ছিল মেয়েরা। দেশকে জিতিয়ে ইতিহাস গড়েছ। গর্বিত তোমাদের জন্যে।’ বরুণ ধাওয়ান বিশ্ব চ্যাম্পিয়নদের ছবি দিয়ে ভারতের পতাকা জুড়ে দিয়েছেন। ভারতীয় ক্রিকেট রাজা বিরাট কোহলি লিখেছেন, ‘ইতিহাস সৃষ্টি করতে পেরেছো তোমরা, তোমাদের জন্যে আমি নিজেকে ভারতীয় বলে গর্বিত মনে করছি। তোমাদের কঠোর পরিশ্রম সার্থক, হরমন প্রীতের নেতৃত্বে সকলকে ধন্যবাদ দেশে ট্রফি আনার জন্যে।’ করিনা কাপুর, সামান্থা রুথ প্রভুও ভারতের কন্যাদের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতে গতকাল ফাইনালে স্মৃতি মান্ধানা (৫৮ বলে ৪৫, আটটি চার সহ) এবং শেফালি ভার্মার সেঞ্চুরি জুটি প্রথমে ভারতের পক্ষে ব্যাটিং শুরু করে, এরপর শেফালি (৭৮ বলে ৮৭, সাতটি চার এবং দুটি ছক্কা সহ) এবং জেমিমা রদ্রিগেজ (৩৭ বলে ২৪, একটি চার সহ) এর মধ্যে আরও ৬২ রানের জুটি গড়ে। ভারত ১৬৬/২ এর দুর্দান্ত প্ল্যাটফর্মে ছিল। অধিনায়ক হরমনপ্রীত কৌর (২৯ বলে ২০ রান, দুটি চার সহ) এবং দীপ্তি শর্মার ৫২ রানের জুটি ভারতকে ২০০ রানের গণ্ডি ছাড়িয়ে যায়। দীপ্তি (৫৮ বলে ৫৮ রান, তিনটি চার ও একটি ছক্কা সহ) এবং রিচা ঘোষ (২৪ বলে ৩৪ রান, তিনটি চার ও দুটি ছক্কা সহ) এর চূড়ান্ত সাফল্য ভারতকে তাদের ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রানে পৌঁছাতে সাহায্য করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের বাম খাতুন এফসি-কে হারিয়ে জয় পেল ইস্টবেঙ্গল

সাহেবের জন্মদিনেই সম্পর্কে সিলমোহর ‘কথা’ সুস্মিতার, কীভাবে?

বিপিএলে খেলছেন না তামিম, নিলামের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার অনুরোধ

মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ তামিলনাড়ুর একঝাঁক তারকার বাড়িতে বোমা, হুমকি বার্তায় আতঙ্ক

রাহুল দ্রাবিড়ের পরিবর্তে আইপিএলে রাজস্থানের কোচ করা হল প্রাক্তন এই অধিনায়ককে

‘আবারও আমার চরিত্র হননের চেষ্টা’, মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিলেন নোরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ