এই মুহূর্তে




শুটিংয়ে নয়া রেকর্ড গড়ে ফের সোনা জিতলেন পৃথ্বীরাজরা

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে দেশকে ১১তম সোনার পদক এনে দিলেন শুটাররা। রবিবার সকালে দলগত ট্র্যাপ ইভেন্টে কুয়েতের খেলোয়াড়দের পিছনে ফেলে সোনা জিতেছেন কিনান দারিয়াস, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজ। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে ১১তম সোনার পদক জমা পড়ল ভারতের ঝুলিতে। আর তার মধ্যে সাতটি সোনাই এসেছে শুটারদের হাত ধরে।

দলগত ট্র্যাপ ইভেন্টে এদিন শুরু থেকেই ভারত, কুয়েত ও চিনের পুরুষ শুটারদের মধ্যে জোর টক্কর শুরু হয়। প্রথম রাউন্ডে পৃথ্বীরাজরা ৭৪ পয়েন্ট তোলেন। চিন ৭৩ ও কুয়েত ৭২ পয়েন্ট তোলে। দ্বিতীয় রাউন্ডে কুয়েত ৭৩ পয়েন্ট ঘরে তোলে। চিন ও ভারতের শুটাররা ৬৯ পয়েন্ট তোলেন। তৃতীয় রাউন্ডে ভারতীয় শুটাররা ৭২ পয়েন্ট ঘরে তোলেন। কুয়েতের শুটাররাও ৭২ পয়েন্ট অর্জন করে। ৭০ পয়েন্ট পেয়ে খানিকটা পিছিয়ে পড়ে চিনের শুটাররা।চতুর্থ রাউন্ডে ৭৪ পয়েন্ট তুলে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই এগিয়ে যান কিনান দারিয়াস, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজরা। কুয়েতের শুটাররা ৭২ এবং চিনের শুটাররা ৬৯ পয়েন্ট পান। পঞ্চম রাউন্ডে ৭২ পয়েন্ট তুলে বাজিমাত করেন ভারতীয় শুটাররা।

এতদিন এশিয়ান গেমসে দলগত ট্র্যাপ ইভেন্টে সর্বোচ্চ স্কোর করার রেকর্ড ছিল কুয়েতের দখলে। ৩৫৭ পয়েন্ট তুলেছিলেন কুয়েতের শুটাররা। সেই রেকর্ড ভেঙে এদিন ৩৬১ পয়েন্ট তুলে সোনা জিতেছেন কিনান দারিয়াস, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজরা। ৩৫৯ পয়েন্ট নিয়ে রুপো জিতেছেন কুয়েতের শুটাররা। চিনের শুটাররা ৩৫৪ পয়েন্ট করে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থেকেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফেডারেশনকে খোঁচা, ISL নিয়ে সরব সৌভিক চক্রবর্তী

গোল অ্যাসিস্টে রেকর্ড মেসির, এই প্রথম সেমিফাইনালে মায়ামি

বিশ্বজয়ী রিচাকে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চান মমতা-সৌরভ

ধোনি-কোহলির সঙ্গে একই আসনে সূর্য, কী নজির গড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক?

ব্রিসবেনে নয়া বিশ্বরেকর্ড অভিষেক শর্মার, সিংহাসনচ্যূত করলেন অসি খেলোয়াড়কে

ক্রিকেটের নন্দনকাননে বঙ্গভূষণে সম্মানিত রিচা, তুলে দেওয়া হল সোনার ব্যাট বল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ