এই মুহূর্তে




২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেল ভারত, কোথায় বসবে আসর?

নিজস্ব প্রতিনিধি: ২০৩০ সালে ১০০ বছর পূর্ণ হচ্ছে কমনওয়েলথ গেমসের। আর শতাব্দী প্রাচীন ওই ক্রীড়া প্রতিযোগিতা বসবে ভারতের মাটিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য আমদাবাদেই কমনওয়েলথের আসর বসতে চলেছে। বুধবার (২৬ নভেম্বর) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’।

২০১০ সালে মনমোহন সিংহের জমানায় কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছিল ভারত। রাজধানী দিল্লিতে বসেছিল প্রতিযোগিতার আসর। প্রতিযোগিতা আয়োজনের জন্য ৭০ হাজার কোটি টাকা খরচ হয়েছিল। প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছিল ১,৬০০ কোটি টাকা। যদিও ওই গেমস আয়োজনের নামে কয়েক হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল ত‍ৎকালীন ভারতীয় আলিম্পিক সংস্থার (আইওসি) সর্বেসর্বা তথা দাপুটে কংগ্রেস নেতা সুরেশ কালমাদির বিরুদ্ধে। গ্রেফতারও হয়েছিলেন তিনি। যদিও পরে নির্দোষ হিসাবে মুক্তি পান। ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের দাবি জোরদার করতে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতে আয়োজনের দাবি জানিয়েছিল ক্রীড়া মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খাসতালুক হিসাবে পরিচিত আমদাবাদেই ওই আসরের ভেন্যু হিসাবে উল্লেখ করা হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ‘এদিন স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্টসের সাধারণ পরিষদের বৈঠকে আমদাবাদে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের অনুমোদন দেওয়া হয়েছে। গত অক্টোবরেই কমনওয়েলথ স্পোর্টসের মূল্যায়ন কমিটি নাইজেরিয়ার আবুজার পরিবর্তে আমদাবাদে প্রতিযোগিতার আসর বসানোর প্রস্তাব করেছিল।’

ভারতে বসতে চলা কমনওয়েলথ গেমসের আসরে ১৫-১৭টি ইভেন্টের আয়োজন করা হতে পারে। অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস, বোলিং, ভারোত্তোলনের মতো খেলার পাশাপাশি তীরন্দাজ, ব্যাডমিন্টন, ৩x৩ বাস্কেটবল, বিচ ভলিবল, টি-টোয়েন্টি ক্রিকেট, সাইক্লিং, ডাইভিং, হকি, জুডো, রিদমিক জিমন্যাস্টিকস, রাগবিসেভেন, শুটিং, স্কোয়াশ, ট্রায়াথলন এবং কুস্তির আসরও বসতে পারে। ভারতের তরফে দুটি নতুন বা ঐতিহ্যবাহী খেলার প্রস্তাবও করা হতে পারে। ওই দুটি খেলা হল কবাডি ও খো-খো।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাবার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্মৃতি মান্ধনার বাগদত্তা পলাশ মুচ্ছল

আত্মঘাতী ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার শ্যালক

ড্যারিল মিচেলকে সরিয়ে ফের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রোহিত শর্মা

ফুটবল বিশ্বকাপ শেষে ৫১১ বছরের প্রাচীন এই স্থানে বিয়ে করবেন রোনাল্ডো

‘আমি নই, দেশের ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমার ভবিষ্যৎ বোর্ড ঠিক করুক’, পদত্যাগ করছেন গম্ভীর?

১৩ বছর বাদে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল টিম ইন্ডিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ