32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:41 pm
নিজস্ব প্রতিনিধি: ভারতীয় শিবিরে যেন শনির কুদৃষ্টি লেগেছে। দীপক চাহারের পর এবার চোট পেলেন সূর্যকুমার যাদব। শিবির সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সূর্যকুমারের হাতে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। জানা গিয়েছে সূর্যকুমারকে নিয়ে যাওয়া হবে ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে। বোর্ড সচিব জয় শাহ বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘ইডেন গার্ডেনে তৃতীয় তথা শেষ টি-টুয়েন্টি ম্যাচে হাতে চোট পান। করা হয়েছিল এক্সরে। এক্সরে রিপোর্টে ধরা পড়েছে চেতশ্বর পূজারার হাতে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিনটি টি টুয়েন্ট সিরিজে সূর্যকুমার যাদবের খেলার কোনও সম্ভাবনা নেই।’
প্রাথমিকভাবে ১৬ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই তালিকায় দীপক চাহার এবং সূর্যকুমার যাদবের নাম ছিল। যদিও দীপক চাহারের নামের পাশে লেখা ছিল সম্ভাব্য। তখনই ধরে নেওয়া হয়, দীপক চাহারকে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। সেই খবরের রেশ মিটতে না মিটতে এবার সূর্যকুমার যাদবের হেয়ারলাইন ফ্র্যাকচারের খবর যে ভারতীয় শিবিরের কাছে ধাক্কা, তা বলাই যেতে পারে। অর্থাৎ সিরিজ শুরুর আগে মানসিকভাবে অনেকটাই দূর্বল হয়ে পড়ল মেন ইন ব্লু। ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সূর্যকুমার ৩১ বল খেলে ৬৫ রান তোলেন। কার্যত সূর্যকুমারের ঝোড়ো ইনিংস ম্যাচের বাঁকবদল করে। স্বাভাবিকভাবেই তাঁর এবং সূর্যকুমারের অভাব যে ভারতীয় শিবিরে ধরা পড়বে, তা বলাই বাহুল্য।
উল্লেখ করা যেতে পারে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত একদিনের সিরিজ জয় করেছে।
আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজে বাদ দীপক চাহার