এই মুহূর্তে




ইংল্যান্ডে আচমকা বাড়ল শুভমনদের নিরাপত্তা, কী হল হঠাৎ?




আন্তর্জাতিক ডেস্ক: এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে তারা। প্রথম টেস্টে মোটেই নিজেদের মেলে ধরতে পারেননি শুভমনরা। ঋষভ পন্থের সেঞ্চুরি কার্যত বৃথা গিয়েছে। তাই বুধবারের টেস্ট নিয়ে আশায় রয়েছে ভারতীয়রা। ফলে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ারদের উপরেও রয়েছে প্রত্যাশার চাপ। এর মধ্যে আকস্মিকভাবে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ভারতের ক্রিকেট দলের। আসল ঘটনা কী?

জানা গিয়েছে বার্মিংহামের রাস্তায় একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা গিয়েছিল। সেটি থেকে ভারতীয় ক্রিকেট দলের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেয় স্থানীয় পুলিশ। ক্রিকেটারদের থাকতে বলা হয়েছিল হোটেলের ঘরেই। এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

মঙ্গলবার এজবাস্টনে ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। সেখানেই গিয়েছিলেন ভারতীয় দলের সদস্যরা। অনুশীলন শেষে হোটেলে ফেরার সময় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় ক্রিকেট টিমের। ক্রিকেটারদের জানানো হয় সবটাই। ভারতীয় দল জানান যে পুলিশের সঙ্গে সযোগিতা করতে তাঁরা প্রস্তুত। নিরাপত্তারক্ষী এবং স্থানীয় পুলিশ ভারতের বাস ঘিরে রেখে হোটেলে ফিরিয়ে নিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বার্মিংহাম সিটি সেন্টার পুলিশ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, সেন্টেনারি স্কোয়্যার ঘিরে দেওয়া হয়েছিল। সেখানে একটি প্যাকেট পড়ে থাকতে দেখা গিয়েছিল। প্যাকেটে বিস্ফোরক থাকতে পারে এই সন্দেহে জায়গাটি ফাঁকা করে ঘিরে ফেলা হয়। দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। আশপাশের বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। প্যাকেটটি পরীক্ষা করে দেখছে বম্ব স্কোয়াড।

বার্মিংহাম পুলিশের এই পোস্টের পর ক্রিকেটারদের ঘর থেকে বেরোতে নিষেধ করেছিল। ক্রিকেটাররাও নিষেধ শোনেন। কারণ অবসর সময়ে টুকটাক ঘুরে বেড়ান ক্রিকেটাররাও। চাপমুক্ত থাকতেই এই ঘোরাঘুরি চলে তাঁদের। চলতি ইংল্যান্ড সফরে অর্শদীপদের দেখা গিয়েছিল স্থানীয় ব্রড স্ট্রিটে সময় কাটাতে।

মঙ্গলবার ভারতের ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, আকাশ দীপ, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব এবং সাপোর্ট স্টাফের সদস্যেরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসানকে, কোন দলের নেতৃত্বে?

‘এখনও মনে আছে সেই সব রাত…’’, মেয়ে আয়রার জন্মদিনে আবেগপ্রবণ শামি

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

ফের দুঃসংবাদ, ICC র‍্যাঙ্কিংয়ে আরও নামলেন শুভমন, পন্থ, জয়সওয়াল

দৌড়বিদ ফৌজা সিংহের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অনাবাসী ভারতীয়

ওল্ড ট্র্যাফোর্ডে ‘অগ্নিপরীক্ষার’ চতুর্থ টেস্টে খেলবেন পন্থ-বুমরা? বড় খবর সামনে এল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ