এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL-2023-বুধবার চাহালদের প্রতিপক্ষ ধাওয়ানরা

নিজস্ব সংবাদদাতা :  বুধবার গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে সঞ্জু স্যামসনদের রাজস্থান রয়্যালস (RAJASTHAN ROYALS)-এর প্রতিপক্ষ প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (PUNJAB SUPER KINGS)। এই ম্যাচ উভয় দলের কাছেই দ্বিতীয় ম্যাচ। এবং উভয় দলই প্রথম ম্যাচে জয় পেয়েছে। কাজেই দুটি দলেরই আত্মবিশ্বাস এই মুহূর্তে তুঙ্গে থাকবে এটাই স্বাভাবিক। পাঞ্জাব নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে। অন্য দিকে সঞ্জুরা হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।

গত আইপিএল (IPL)-এ তীরে এসে তরী হাতছাড়া হয়েছিল রাজস্থানের। কাজেই এবার তারা বদ্ধপরিকর ট্রফি জয়ের লক্ষ্যে। তার প্রমাণ তারা প্রথম ম্যাচেই দিয়েছে। অন্য দিকে পাঞ্জাব দলটিও কিন্তু দীর্ঘদিন ধরে আইপিএল খেললেও ট্রফি জয় করতে পারেনি। কাজেই তারাও যে এবার মরিয়া লড়াই করার চেষ্টা করছে তা প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্স দেখেই বোঝা যাচ্ছে।

এই ম্যাচের আগে যদি প্রথম ম্যাচের নিরিখে দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্স বিচার করা যায় তাহলে খুব একটা পার্থক্য নেই পাঞ্জাব (PUNJAB) এবং রাজস্থান (RAJASTHAN) দলের মধ্যে। পাঞ্জাব ব্যাটিংয়ে মূলত দুজন খেলোয়াড়ের ওপর বিশেষ করে নির্ভর। তাদের মধ্যে একজন হলেন শিখর ধাওয়ান এবং অন্যজন হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ। দুজনেই আগের ম্যাচে রান পেয়েছেন। তাঁদের কাঁধের ওপর ভর করেই কিন্তু পাঞ্জাব দলটা নাইটদের বিরুদ্ধে ১৯১  রান করেছিল। বুধবারের ম্যাচেও যে পঞ্চনদের দলটি এই দুজনের ব্যাটিংয়ের ওপরই নির্ভরশীল হবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

অন্য দিকে ব্যাটিং বিভাগে যেমন এই দলটি মূলত দুজনের ওপরই নির্ভরশীল তেমন বোলিং বিভাগেও এর ব্যতিক্রম নয়। ভারতীয় দলের এই মুহূর্তের সেরা মিডিয়াম পেসার অর্শদীপ সিং পাঞ্জাব দলের ভূল ভরসা। আগের ম্যাচে মাত্র ৩ ওভার হাত ঘুরিয়ে পাঞ্জাব তনয় ঝুলিতে পুড়েছেন ৩ উইকেট। বাকিদের মধ্যে সিকান্দার রাজা, রাহুল চাহাররা প্রথম ম্যাচে সেইভাবে নজর কাড়তে পারেননি। বুধবার ম্যাচে তাই অর্শদীপের পাশাপাশি সেরাটা দিতে হাবে তাঁদেরও। নাহলে কিন্তু বিপদ আছে পাঞ্জাব দলের কাছে। কেননা বিপক্ষ দলে ব্যাটার হিবেসেব যশস্বী জয়সওয়াল, জস বাটলার এবং সঞ্জু স্যামসনরা। তাঁরা প্রত্যেকেই এই মুহূর্তে রানের মধ্যে আছেন।

পাঞ্জাবের পাশাপাশি রাজস্থান দলটির দিকে যদি চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে এই ব্যাটিং বিভাগের তিন স্তম্ভ যশস্বী, বাটলার এবং সঞ্জু রানের মধ্যে রয়েছেন। যা বিপক্ষ দলের কাছে একটি আতঙ্ক। প্রথম তিনজন ব্যাটার আগের ম্যাচে অর্ধ্বশতরান করেছেন। রান পেয়েছেন সিমরন হোটামারও। সুতরাং আজও যে রাজস্থান দলটি ব্যাটিং-এ তিনজনের ওপর তাকিয়ে থাকবে সেটা মানছেন দলের টিম ম্যানেজমেন্টও।

বোলিং বিভাগেও এই দলটা অন্য যে কোনও দলের কাছে ত্রাস। কেননা দূরন্ত ছন্দে রয়েছেন ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহালরা। অশ্বিন প্রথম ম্যাচে সেভাবে নিজেকে তুলে ধরতে না পারলেও, বুধবার যদি গুয়াহাটির ২২ গজে তিনি ছন্দে থাকেন তাহলে সমূহ বিপদ পাঞ্জাব কাছে অপেক্ষা করছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

এখন দেখা যাক, শেষ পর্যন্ত কে বাজিমাত করে সঞ্জু না ধাওয়ান তা বুধবারের রাতেই জানা যাবে। তবে দুই দলই কিন্তু ম্যাচ জিততে বদ্ধ পরিকর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লোকসভা ভোটে লড়ছেন না যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ

চেন্নাইকে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল পঞ্জাব

পঞ্জাবকে জিততে ১৬৩ রানের লক্ষ্য দিল চেন্নাই

কমলা টুপি হাতছাড়া কোহলির, কেড়ে নিলেন কে?

বাঁচা-মরার ম্যাচে বুধে চেন্নাইয়ের মুখোমুখি পঞ্জাব

শেষ মুহুর্তের গোলে বায়ার্নের জয় রুখে দিল রিয়াল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর