এই মুহূর্তে




ওয়াংখেড়েতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি বিরাট-হার্দিকরা




নিজস্ব প্রতিনিধি: আইপিএলের উত্তেজনা ক্রমশ চড়ছে। আর তার মধ্যেই আজ সোমবার (৭ এপ্রিল) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) । এই ম্যাচ ঘিরে সবচেয়ে বড় খবর – যশপ্রীত বুমরাহকে ফের মাঠে দেখা যেতে পারে জার্সি গায়ে। অন্যদিকে, রোহিত শর্মা-র ফিটনেস নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Head to Head পরিসংখ্যান – কে এগিয়ে?

MI vs RCB-র মধ্যেকার ৩৩টি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৯টিতে, আর RCB জিতেছে ১৩টিতে।  ১টি ম্যাচ টাই হয়েছে। শেষবার ২০২৪-এ Wankhede-তে দেখা হয়েছিল দুই দলের, সেবার মুম্বই ইন্ডিয়ান্স (MI) ৭ উইকেটে জিতেছিল।

Bumrah ফিরলে বাড়বে MI-র আক্রমণের ধার!

মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবারের আইপিএলে এখনও পর্যন্ত নিজেদের সেরা ছন্দে নেই। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকা হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন দলটি গত দুটি ম্যাচে কিছুটা আত্মবিশ্বাস পেয়েছে ঠিকই, কিন্তু ব্যাটিং এখনও ভরসাজনক নয়। বেশিরভাগ ম্যাচেই কেউ একজন ব্যক্তিগত পারফরম্যান্সে দলকে টেনে তুলেছেন। এই অবস্থায় যশপ্রীত বুমরাহের ফেরা যেন টনিকের মতো। তাঁর গতি, লাইন ও লেংথ RCB-র ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে বড় ফ্যাক্টর হতে পারে।

RCB আত্মবিশ্বাসী:

RCB যদিও তাদের প্রথম হোম ম্যাচে Gujarat Titans-এর কাছে হেরেছে, তবুও তারা এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত তুলনামূলক ভাল পারফর্ম করেছে। বিশেষ করে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স-কে হারিয়ে তারা আত্মবিশ্বাসে ভরপুর।

তবে বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, জিতেশ শর্মা এবং টিম ডেভিকে নিয়ে গঠিত নতুন ব্যাটিং ইউনিট এখনও পুরোপুরি সেট হয়নি। তাই বুমরাহ-র বল খেলাটা তাদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে।

Rohit থাকবেন তো?

এখনও নিশ্চিত নয় রোহিত শর্মাকে (Rohit Sharma) এই ম্যাচে দেখা যাবে কিনা। লখনউয়ের (LSG) বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর হাঁটুতে চোট লাগে, আর সেখান থেকেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে বহু প্রতীক্ষিত কোহলি বনাম রোহিত দ্বৈরথ হয়তো দর্শকরা মিস করবেন।

সম্ভাব্য একাদশ:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পতিদার (C), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (W), টিম ডেভিড, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, জস হেজলউড এবং যশ দয়াল

ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়শ শর্মা/রাসিখ দার সালাম

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, রায়ান রিকেল্টন (W), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্য (C), নমন ধীর, মিচেল সান্তনার, দীপক চাহর, ট্রেন্ট বোল্ট ও অশ্বনী কুমার

ইমপ্যাক্ট প্লেয়ার: যশপ্রীত বুমরাহ

অথবা:

রায়ান রিকেলটন (W), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্য (C), নমন ধীর, মিচেল সান্তনার, দীপক চাহর, যশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, অশ্বনী কুমার

ইমপ্যাক্ট সাব: রোহিত শর্মা

পিচ রিপোর্ট:

ওয়াংখেড়ে স্টেডিয়াম-এর লাল মাটির পিচ ব্যাটসম্যানদের জন্য সহায়ক হলেও এবারের একমাত্র ম্যাচে (MI vs KKR) বোলাররাই ম্যাচের রঙ বদলে দিয়েছেন। অভিষেক ম্যাচেই অশ্বনী কুমার চার উইকেট তুলে নিয়েছিলেন। ট্রেন্ট বোল্ট-ও বল হাতে ভাল বোলিং করেছেন।

তবে ফিল সল্ট, টিম ডেভিড, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, এবং হার্দিক পাণ্ড্যর মতো হিটাররা এই পিচের বাউন্সকে কাজে লাগানোর ক্ষমতা রাখেন।

আবহাওয়ার পূর্বাভাস:

৭ এপ্রিল মুম্বইতে গরম থাকবে, তাপমাত্রা থাকবে ৩০-৩৩ ডিগ্রির মধ্যে। আর্দ্রতা ৪০-৫৭ শতাংশ হতে পারে, ফলে শিশির বড় ফ্যাক্টর হতে পারে রাতের ম্যাচে।

বুমরাহর প্রত্যাবর্তনে MI vs RCB ম্যাচে বাড়তি রোমাঞ্চ যোগ হয়েছে। তবে রোহিত শর্মা না থাকলে সেটা কিছুটা খামতি রাখবে নিশ্চিতভাবে। সোমবার রাতের এই হাইভোল্টেজ ম্যাচে কে হাসবে শেষ হাসি, তার জন্য অপেক্ষা করতেই হবে!

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ছুটি কাটাতে এসেছে!’, ম্যাক্সওয়েল-লিভিংস্টোনকে কটাক্ষ ভারতের প্রাক্তন ক্রিকেটারের

পঞ্জাব বনাম বেঙ্গালুরুর ম্যাচ শেষ হতেই মাঠে শ্রেয়সের সঙ্গে বিরাট কোহলির তর্কাতর্কি!

‘দাতব্য করার জায়গা নয়’, তরুণ খেলোয়াড়দের উপরে রাজস্থান রয়্যালসের বাজিতে ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটাররা

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে প্রত্যাবর্তন ‘অবাধ্য’ ২ ক্রিকেটারের, কারা ঢুকলেন?

বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা, কী নজির গড়লেন “হিটম্যান”?

ইডেনে আজ হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি কেকেআর-গুজরাত, বাজিমাত করবে কে?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর