এই মুহূর্তে




আইপিএলের পর্দা ওঠার আগেই তিন নিয়মে বড়সড় বদল বিসিসিআইয়ের




নিজস্ব প্রতিনিধি: আইপিএলের পর্দা ওঠার মাত্র ৪৮ ঘন্টা আগেই তিন নিয়মে বড়সড় বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রথমত, করোনারভাইরাসের সময়ে বন্ধ হয়ে যাওয়া বলে থুতু লাগানো যাবে এ বার থেকে। দ্বিতীয়ত, দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারা দু’টি নতুন বল ব্যবহার করতে পারবে। একটি ইনিংস শুরুর সময়ে। একটি মাঝে। তৃতীয়ত, ওয়াইডের থেকে হক-আই ব্যবহার করা যাবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) মুম্বইয়ে আইপিএলের সব দলের অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন বিসিসিআইযের পদাধিকারীরা। ওই বৈঠকে বলে থুতু লাগানোর উপরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অধিনায়কদের মতামত জানতে চাওয়া হয়েছিল। অধিকাংশ অধিনায়কই বলে থুতু লাগানোর নিয়ম ফেরানোর পক্ষে মত দেন। তবে বেশ কয়েকজন আপত্তি জানান। তবে তারা সংখ্যালঘু হওয়ায় আপত্তি ধোঁপে টেকেনি। অর্থা‍ৎ চলতি আইপিএলে ফের বলে তুতু লাগানো যাবে।

এদিনের বৈঠকে দ্বিতীয় ইনিংসে বল করা দলকেও বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। তার কারণ আইপিএলের ম্যাচগুলো যেহেতু রাতের, তাই মাঠে শিশির পড়ে। সেটা মাথায় রেখে টসে জেতা দলের অধিনায়ক আগে বল করার সিদ্ধান্ত নেন। পরের দিকে শিশির পড়লে বোলারদের বল করতে অসুবিধা হয়। স্পিনারেরা বল ঘোরাতে পারেন না। পাশাপাশি আউটফিল্ড ভিজে থাকায় বল দ্রুতগতিতে ছোটে। চারের সম্ভাবনা অনেক বেড়ে যায়। দুই দলকেই সমান সুবিধা দিতে তা্ই দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর যে কোনও সময়ে নতুন বল নেওয়া যাবে। তবে কখন নেওয়া যাবে তা ঠিক করবেন ফিল্ডিং করা দলের যদি অত্যধিক শিশির থাকে, তা হলেই বোলিং করা দল নতুন বল ব্যবহারের অনুমতি পাবে। তবে চকচকে পালিশ করা নতুন বল নয়। চটে যাওয়া বলই দেওয়া হবে। শুধু সেই বলটি ভিজে থাকবে না। কিন্তু দুপুরের ম্যাচে এই নিয়ম প্রযোজ্য হবে না।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিল্লিকে হারিয়ে শীর্ষে পৌঁছল বেঙ্গালুরু

আর্থিক দুরাবস্থাই মূল অন্তরায় স্নেহার, প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্যের আর্জি

নতুন করে শাস্তির কবলে হৃদয়, ৪ ম্যাচে নির্বাসিত

প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে ওয়াংখেড়েতে মুম্বইয়ের মুখোমুখি  লখনউ

বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচ, প্লেঅফে যাওয়ার আশা জিইয়ে রইল রাহানেদের

প্রিয়াংশ-প্রভসিমরানের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ২০১ তুলল পঞ্জাব

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর