এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আন্তর্জাতিক রেফারির

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণের বিরুদ্ধে যখন শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলন করছেন জাতীয় কুস্তিগীররা, ঠিক সেই সময়ই বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে শনিবার বিস্ফোরক অভিযোগ করলেন আন্তর্জাতিক রেফারি জগবীর সিং। বর্তমানে তিনি লখনউতে রয়েছেন। সেখানেই তিনি সাংবাদিকদের উদ্দেশে এই ক্ষোভ উগরে দেন। উল্লেখ্য, ব্রিজ ভূষণের বিরুদ্ধে যে শারীরিক নির্যাতনের অভিযোগে ২০০ জন ব্যক্তির বয়ান দিল্লি পুলিশ নথিবদ্ধ করেছিল ২০২৩-এর ২০ মে, পাতিয়ালাতে।

এবং ব্রিজভূষণের বিরুদ্ধে সাতজন মহিলা কুস্তিগীর দিল্লির কনটপ্লেস থানায় অভিযোগ দায়ের করেছিলেন ২০২২ সালের ২৫ মার্চ। তাঁরা অভিযোগ করেছিলেন, লখনউতে এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপের ট্রায়াল চলার সময়ই ব্রিজভূষণ এই নক্ক্যরজনক ঘটনা ঘটিয়েছিলেন বলে অভিযোগ করেছেন জগবীর সিং।

তিনি আরও বলেন, উপস্থিত কুস্তিগীররা মঞ্চে জড়ো হয়েছিলেন কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে একটি ছবি তুলতে। সেই সময়ই তাঁরা অনুভব করেন একটি অস্পৃশ্য হাত তাঁদের শরীর স্পর্শ করছে। সেই কথা কুস্তিগীররা তাঁদের এফআইআর রিপোর্টেও উল্লেখ করেছেন। এবং এই নক্ক্যরজনক কাণ্ডটি যখন কুস্তিগীরদের সঙ্গে ব্রিজভূষণ শরণ সিং করেছিলেন সেটি স্বচক্ষে তিনি তা দেখেছিলেন বলেও জানান জগবীর সিং। এবং তারপরই তিনি যে ওই মঞ্চ ত্যাগ করেছিলেন সেটাও উল্লেখ করেন।

এবং অভিযোগকারী কুস্তিগীর তাঁর অভিযোগেও নথিবদ্ধ করেছেন যে যখন শ্লীলহানির পরও সে সরে যাওয়ার চেষ্টা করেছিলেন, তখনও তাঁর কাঁধে জোর করে হাত রাখার চেষ্টা করা হয়েছিল।

এরপর জগবীর সিং বলেন, আমরা সবাই যখন ওই ছবিটির জন্য অপেক্ষা করছি ঠিক সেই সময় উপস্থিত সকলেই নজর করেছেন যে মহিলাটি ক্রমশ পিছিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, দিল্লি পুলিশ আন্তর্জাতিক এই রেফারির কাছ থেকে শুধুমাত্র লখনউয়ের ঘটনা প্রসঙ্গে জানতে চায়, কিন্তু সাংবাদিকদের জগবীর সিং ব্রিজভূষণের বিরুদ্ধে আরও একটি মারাত্মক অভিযোগের কথাও তুলে ধরেন। যেটি ঘটেছিল ২০১৩ সালে।

সেই ঘটনা তুলে স্মৃতি তুলে ধরে জগবীর সিং বলেন, থাইল্যান্ডের ফুকেটে একটি নৈশভোজে সবাই যখন সামিল হয়েছিলাম, ঠিক তখন ওই অনুষ্ঠানে সম্পূর্ণ মাতাল অবস্থায় যোগ দেন ব্রিজভূষণ। এবং সেই সময়ও তিনি মহিলা খেলোয়াড়দের শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। যা এক বর্বরতার সামিল বলেই আমি মনে করি।

এরপরই সাংবাদিকরা জানতে চান, কেন তিনি এতদিন তাহলে নীরব থেকেছেন। সেই প্রশ্নের উত্তরে জগবীর সিং বলেন, ব্রিজভূষণ কেন্দ্রীয় শাসকদলের অত্যন্ত শক্তিশালী একজন নেতা। কাজেই আমার পরিবারের স্বার্থেই আমি এতদিন তাঁর বিরুদ্ধে নীরব ছিলাম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাপমুক্তভাবেই পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে হায়দরাবাদ

নিয়মরক্ষার ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে নামছে কেকেআর

চেন্নাইকে হারিয়ে প্লে অফে পৌঁছলেন বিরাটরা

রানের পাহাড়ে বেঙ্গালুরু, প্লে অফে উঠতে চেন্নাইয়ের চাই ২১৯ রান

আজকের কোহলিকে পাওয়ার পিছনে ধোনির হাত, দাবি গাভাসকারের

পাঁচ ওভার খেলা হলেও প্লে অফে যাওয়ার সুযোগ কোহলিদের, কীভাবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর