এই মুহূর্তে




ভারতীয় শিবিরে ধাক্কা! দ্বিতীয় টেস্টে অনিশ্চিত যশপ্রীত বুমরা




নিজস্ব প্রতিনিধি: দুঃসময় যেন পিছু তাড়া করে বেড়াচ্ছে শুভমন গিলদের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জার হার স্বীকার করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সেই হারের পরেই শুভমন গিলদের চাপ আরও বৃদ্ধি করেছে একের পর এক খেলোয়াড়ের ছিটকে যাওয়া। চোটের কারণে আগেই অনিশ্চিত হয়ে পড়েছিলেন তরুণ ব্যাটার সাই সুদর্শন। আর এবার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসাবে দলের আক্রমণ ভাগের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরার আগামী ৪ জুলাই থেকে বার্মিংহামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে খেলা অনিশ্চিত। যদিও এ ব্যাপারে ভারতীয় শিবির থেকে কিছু জানানো হয়নি।

হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরা। যদিও দ্বিতীয় ইনিংসে শূন্য হাতেই তাঁকে ফিরতে হয়। আর তার পরেই তাঁকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। দলের আক্রমণ ভাগের প্রধান সেনাপতিকে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ মহল থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে তিনি যদি ওয়ার্কলোড নিতে না পারেন তাহলে দ্বিতীয় টেস্টে বিশ্রাম নিন। শুধু বুমরাই নয় টিম ইন্ডিয়ার বোলার প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজদের হতশ্রী পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। তাই বার্মিংহামে দ্বিতীয় টেস্টে শার্দূলকে বসিয়ে কুলদীপ যাদবকে প্রথম একাদশে নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে।

অন্যদিকে হেডিংলেতে গত মঙ্গলবার টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন তরুণ ব্যাটার সাই সুদর্শন। চোট পাওয়ার পরে মাঠ থেকে উঠে যান তিনি। তাঁর পরিবর্তে ফিল্ডিং করতে নামেন নীতীশ কুমার রেড্ডি। সূত্রের খবর, চোট মারাত্মক না হলেও দ্বিতীয় টেস্টের জন্য সম্পূর্ণ ফিট নন সুদর্শন। সেক্ষেত্রে তাঁকে  দ্বিতীয় টেস্টে দলের বাইরে রাখা হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফরাসি কিংবদন্তি প্লাতিনির বাড়িতে চুরি, একাধিক পুরস্কার নিয়ে চম্পট দিল চোর

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

একসঙ্গে ৩ বিদেশিকে সই করাল ইস্টবেঙ্গল, তালিকায় মেসির দেশের ফুটবলারও

২০২৬ বিশ্বকাপ থেকে পেনাল্টির নিয়ম বদলের সম্ভাবনা

২৩ জুলাই যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ