27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:14 pm
নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের শুরুটা ভালো করলেও, পরে রীতিমতো মুখ থুবড়ে পড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। একের পর এক ম্যাচ হেরে প্লে-অফে প্রবেশের রাস্তাটাকে বেশ কঠিন করে তুলেছিল নাইট ব্রিগেড। সামান্য আশা বেঁচে থাকলেও গত বুধবার রাতে লখনউ সুপার জায়ান্টসের কাছে ২ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। আর এরপরই নাইট সমর্থকরা বেজায় চটেছেন দলের সিইও বেঙ্কি মাইসোরের ওপর। অনেকে তো নেট মাধ্যমে তাঁর পদত্যাগও দাবি করে বসেছেন।
পঞ্জাবের বিরুদ্ধে জেতার পর দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেছিলেন যে, দল গঠন থেকে শুরু করে ম্যাচে একাদশ তৈরির পিছনে সিইও-র ভূমিকা থাকে। তারপর থেকে ক্রিকেটমহল জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আর কলকাতার সমর্থকরাও ক্ষিপ্ত হয়েছিলেন ভেঙ্কি মাইসোরের ওপর। অনেকেরই মনে হয়ে কেকেআরের একাদশে এতো বদল তাঁর নির্দেশেই হচ্ছে। আর সবথেকে বড় কথা হল গত নিলামে দল নির্বাচনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন বেঙ্কি মাইসোর। তাঁর নির্দেশ মতো ক্রিকেটার ক্রয় করে আরিয়ান খান, সুহানা খান এবং জাহ্নবী মেহেতারা।
অনেক ভালো-ভালো ক্রিকেটারদের পিছনে না দৌড়ে অফ ফর্মে থাকা রাহানে, শিভম মাভি, সাউদিদের দলে নিয়েছে দু’বারের চ্যাম্পিয়নরা। যার ফলে উঠতে শুরু করেছে প্রশ্ন।