-273ºc,
Friday, 2nd June, 2023 7:45 pm
নিজস্ব প্রতিনিধি: টানা পাঁচ ম্যাচে হার। বলতে গেলে একপ্রকার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এবার পরিস্থিতিটা ডু অর ডাই হয়ে গিয়েছে। চলতি আইপিএলের প্লে-অফের দৌড়ে থাকতে গেলে বাকি থাকা পাঁচ ম্যাচ জিততেই হবে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানিকে। তবে শুধুমাত্র সেটা করলেই হবে না তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির দিকে।
কোনওকিছুই যেন ঠিকঠাক চলছে না নাইটদের। বোলিং এবং ব্যাটিং উভয় দিকেই জঘন্য পারফরম্যান্স করছে দু’বারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা রাজস্থানকে হারাতে না পারলে আর প্লে-অফে যাওয়ার কোনও আশাই থাকবে না। তবে সব থেকে বড় কথা হল এখনও পর্যন্ত টিম সেট করে উঠতে পারেনি কেকেআর টিম ম্যানেজমেন্ট। বিভিন্ন রকম কম্বিনেশন করে দলে পরীক্ষা-নীরিক্ষা চালিয়েছে তারা। যার জেরে দিন কয়েক আগে সরব হয়েছিলেন দলের পেসার টিম সাউদিও। এদিনের ম্যাচেও নাইট স্কোয়াডে পরিবর্তের সম্ভাবনা রয়েছে। তবে সেটা কী, তা এখনও জানা যায়নি।
অন্যদিকে, গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। তাই সঞ্জু স্যামসন অ্যান্ড কোম্পানি জয়ের সরণিতে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার দোর গোড়ায় দাঁড়িয়ে রয়েছে তারা। নাইটদের হারিয়ে সেই দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য বাটলার, পাডিক্কলদের।