27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:49 am
নিজস্ব প্রতিনিধি: আর দুই ম্যাচ আগে যদি কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা এমন পারফরম্যান্স দেখাতেন তাহলে হয়তো প্লে-অফের দৌড় থেকে ছিটকে যেতে হত না দলটাকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ফের স্বমহিমায় দেখা গেল নাইট ব্রিগেডকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের সহজেই হারিয়ে দিল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। ৫২ রানে জয় তুলে নিল তারা। এদিন ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই রোহিত, ইশান, পোলার্ডদের টেক্কা দিল কেকেআর। জসপ্রীত বুমরাহ ৫ উইকেট না নিলে হয়তো আরও বড় স্কোর করতে পারত নাইটরা। তবে কলকাতার বোলারদের দৌলতে ১৬৬ রানটাই নীতা আম্বানির দলের কাছে বেশি হয়ে গিয়েছিল।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। ২৪ বলে ৪৩ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। এরপর রাহানে (২৫) এবং নীতিশ রানা (৪৩) স্কোর বোর্ডকে সচল রাখার দায়িত্ব নেন। সেই সময় মনে হচ্ছিল নাইটদের রান ২০০-র কাছাকাছি যাবে। কিন্তু জয়প্রীত বুমরার দুর্দান্ত স্পেল সমস্ত কিছু শেষ করে দেয়। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেন টিম ইন্ডিয়ার এই পেসার। রিঙ্কু সিংয়ের ১৯ বলে ২৩ রানের দৌলতে ১৬০ রানের গণ্ডিটা পার করে ফেলে কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে নাইটরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মুম্বই। কামিন্স, রাসেলদের দাপটে ১৫ বল বাকি থাকতেই ১১৩ রানে অলআউট হয়ে যায় মুম্বই। ফলে জয় পায় কলকাতা। ম্যাচের সেরা হয়েছেন বুমরাহ।