-273ºc,
Friday, 2nd June, 2023 8:13 pm
নিজস্ব প্রতিনিধি: এপ্রিল মাসের ৬ তারিখ শেষবার জয়ের দেখা পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে ৫টি ম্যাচ খেলা হয়ে গেলেও একটিতেও জয়ের মুখ দেখেনি কেকেআর। যার ফলে পুরোপুরি দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানির। আর আজ রাজস্থানের বিরুদ্ধে বলতে গেলে একপ্রকার মরণ-বাঁচন ম্যাচে নেমেছিল নাইটরা। কারণ, এই ম্যাচে হারলে প্লে-অফের আশা পুরোপুরি শেষ হয়ে যেত তাদের। কিন্তু সেটা হতে দিল না দু’বারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা রয়্যালসদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় তুলে নিল কলকাতা।
এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্স। তবে এদিন ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি রাজস্থান। মাত্র ৭ রানে উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার জস বাটলারও জ্বলে উঠতে পারেননি। ২৫ বলে ২২ রান করে তিনি প্যাভিলিয়নের রাস্তা ধরেন। সঞ্জু অর্ধশতরান করলেও খেলে ফেললেন ৪৯টি বল। রিয়ান পরাগ ঝড় তোলার চেষ্টা করলেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। শেষ দিকে হেটমেয়ার এবং অশ্বিনের ব্যাট রয়্যালসদের ১৫০ রানের গণ্ডি পার করে দেয়। নাইটদের হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন টিম সাউদি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি নাইটরা। শ্রেয়স (৩৪), নীতিশ (৪৮), রিঙ্কুদের (৪২) দাপটে জয় তুলে নেয় তারা।