-273ºc,
Friday, 2nd June, 2023 9:02 pm
নিজস্ব প্রতিনিধি: অসহায় সৈন্য দলের মতো লখনউয়ের সামনে বশ্যতা স্বীকার করে বসল কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেল রুখে না দাঁড়ালে হয়তো ১০০ রানের গণ্ডিটাও পার করতে পারত না কেকেআর। কারণ, প্রতিপক্ষের বোলারদের দাপটে রীতিমতো ব্যাকফুটে চলে গিয়েছিল দু’বারের চ্যাম্পিয়নরা। শুরুমাত্র অ্যারন ফিঞ্চ (১৪), আন্দ্রে রাসেল (৪৫) এবং সুনীল নারিন (২২) ছাড়া নাইটদের আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি। গোটা ম্যাচজুড়ে চলল আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আশা লখনউ সুপার জায়ান্টসের দাপট।
১৯তম ওভারে শিভম মাভির ৩০ রান দেওয়াটা একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়ে গেল। ওই সময় তিনি যদি একটু বুঝে বোলিং করতেন তাহলে হয়তো লখনউ ১৭৬ রান স্কোরবোর্ডে তুলতে পারত না। যেই পিচে ১৫০ রান তাড়া করাটাই কঠিন একটা বিষয় হয়ে ওঠে। সেখানে নাইট বোলারদের ফিরে মেরে-মেরে সহজেই ১৭০ রানের গণ্ডি টপকে যান। আর সেটাই কাল হয়ে দাঁড়ায়।
১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতার ব্যাটিং লাইনআপ। যার ফলে ৭৫ রানের হীর স্বীকার করল কলকাতা। সেই সঙ্গে প্লে-অফের পুরোপুরি শেষ করে ফেলল নাইট বিগেড। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন আবেশ খান।