এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL 2023 এক ঝলকে হায়দরাবাদ বনাম রাজস্থানের ম্যাচ রেকর্ড

নিজস্ব সংবাদদাতা: আর কিছু সময় বাদে IPL-এর প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। একনজের দেখে নেওয়া যাক এই দুটি টিমের সাক্ষাতে কোন দল কত বার জয়লাভ করেছে, কোন দলের মোট রান কত, এবং কোন দল সর্বনিম্ন রান করেছে এবং কত সালে। প্রথমেই নজর দেখে নেওয়া যাক সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের দিকে।

এই দুই দল মোট মুখোমুখি হয়েছে ১৬ বার। তার মধ্যে হায়দরাবাদ জয় পেয়েছে ৮টি ম্যাচে। রাজস্থানও জিতেছে ৮টি ম্যাচে। সুতরাং জেতার দিক থেকে পাল্লায় সমান রয়েছে দুই দল। দুটি দলই হরেছে ৮টি ম্যাচে। এই দুই প্রতিপক্ষের কোনও ম্যাচে ফয়সালা হয়নি এইরকম ঘটনা এখনও ঘটেনি। সর্বোচ্চ রানের দিকে যদি চোখ রাখা যায়, তাহলে বিরাটরা এগিয়ে রয়েছে প্রতিপক্ষের থেকে। যেখানে রাজস্থানের সর্বোচ্চ স্কোর ২২০, সেখানে বিরাটদের বিপক্ষে নিজামের দলটির সর্বোচ্চ স্কোর হচ্ছে ২০১। আবার সর্বনিম্ন রানের ক্ষেত্রে ভুবিরা টেক্কা দিয়েছে বিরাটদের। সেখানে ভুবিদের সংগ্রহ ১২৭ এবং বিরাটদের সংগ্রহ ১০২।

আরও জানতে পড়ুন: ম্যাচ জিততে মরিয়া রাজস্থান-হায়দরাবাদ দুই পক্ষই

এবার দেখা যাক কোন বছর এই দুই দল কত রান বা উইকেটে জিতেছে। প্রথম এই দুই দল মুখোমুখি হয় ২০১৩ সালে। সেই বছর তিনবারের সাক্ষাতে রাজস্থান জেতে ২ বার এবং হায়দরাবাদ জেতে একবার। রাজস্থান প্রথম ম্যাচে আট উইকেটে এবং তৃতীয় ম্যাচে জেতে চার উইকেটে। মাঝের একটি ম্যাচে জয়ের মুখ দেখে হায়দরাবাদ। তারা জেতে ২৩ রানে। এরপর ২০১৪ সালে দু বার মুখোমুখি হলে দুই দলই জেতে একটি করে ম্যাচ। প্রথম ম্যাচে রাজস্থান জয় পায় চার উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ জয় তুলে নেয় ৩২ রানে। ২০১৫ সালেও দুইবারের সাক্ষাতে দুটি দলই জেতে একটি করে ম্যাচ। এবারও প্রথম ম্যাচে রাজস্থান জয় পায় ৬ উইকেটে। এবং পরের ম্যাচে হায়দরাবাদ জয় পায় ৭ রানে।

আরও জানতে পড়ুন: ঘুমের দেশে সেলিম দুরানিhttps://www.eimuhurte.com/sports/dead-ex-cricketer-salim-durani/

২০১৬ এবং ২০১৭ সালে এই দুই দল পরস্পরের বিপক্ষে কোনও ম্যাচ খেলেনি। ২০১৮-তে ফের তারা মুখোমুখি হয়। সেবার অবশ্য দুটি ম্যাচেই রাজস্থানকে হারের মুখ দেখতে বাধ্য করে হায়দরাবাদ। প্রথম ম্যাচে ৯ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ১১ রানে তারা জয় ছিনিয়ে নেয়। ১৯-এ অবশ্য দুটি দলই একটি করে ম্যাচে জয়ের মুখ দেখে। প্রথম ম্যাচে অবশ্য দক্ষিণের এই দলটি জয় পায় ৫ উইকেটে।এবং দ্বিতীয় ম্যাচে বদলা নেয় রাজস্থান। তারা জেতে ৭ উইকেটে। ২০২০ তেও দুই দল একটি করে ম্যাচ। রাজস্থান ৫ উইকেটে এবং হায়দরাবাদ ৮ উইকেটে জয় হাসিল করে নেয়। ২০২১-এ একই ঘটনা। রাজস্থান ৫৫ রানে এবং হায়দরবাদ ৭ উইকেটে ম্যাচ জেতে। ২০২২-এ অবশ্য হায়দবাদ আর রাজস্থানকে হারানোর সুযোগ পায়নি। সেক্ষেত্রে প্রথম সাক্ষাতেই বাজিমাত বিরাটদের। তাঁরা জয় ছিনিয়ে নেয় ৬১ রানে। সুতরাং রবিবার ম্যাচে কি হবে সেদিকেই নজর থাকবে সকলের।      

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হায়দরাবাদের জয় রথ থামিয়ে জয়ের মুখ দেখলেন বিরাটরা

রজতের বিধ্বংসী ব্যাটিং, হায়দরাবাদকে ২০৭ রানের লক্ষ্য দিল বেঙ্গালুরু

টি ২০ বিশ্বকাপে ময়াঙ্ককে প্রথম একাদশে চান হরভজন, বাদ হার্দিক, শুভমন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের

চিতাবাঘের হামলায় বরাত জোরে প্রাণে রক্ষা জিম্বাবোয়ের ক্রিকেটারের

হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া কোণঠাসা বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর