IPL 2023 এক ঝলকে হায়দরাবাদ বনাম রাজস্থানের ম্যাচ রেকর্ড

Published by:
https://www.eimuhurte.com/wp-content/uploads/2023/06/logo-round.png

Sudipta Bhattacharya

2nd April 2023 2:28 pm | Last Update 2nd April 2023 3:05 pm

নিজস্ব সংবাদদাতা: আর কিছু সময় বাদে IPL-এর প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। একনজের দেখে নেওয়া যাক এই দুটি টিমের সাক্ষাতে কোন দল কত বার জয়লাভ করেছে, কোন দলের মোট রান কত, এবং কোন দল সর্বনিম্ন রান করেছে এবং কত সালে। প্রথমেই নজর দেখে নেওয়া যাক সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের দিকে।

এই দুই দল মোট মুখোমুখি হয়েছে ১৬ বার। তার মধ্যে হায়দরাবাদ জয় পেয়েছে ৮টি ম্যাচে। রাজস্থানও জিতেছে ৮টি ম্যাচে। সুতরাং জেতার দিক থেকে পাল্লায় সমান রয়েছে দুই দল। দুটি দলই হরেছে ৮টি ম্যাচে। এই দুই প্রতিপক্ষের কোনও ম্যাচে ফয়সালা হয়নি এইরকম ঘটনা এখনও ঘটেনি। সর্বোচ্চ রানের দিকে যদি চোখ রাখা যায়, তাহলে বিরাটরা এগিয়ে রয়েছে প্রতিপক্ষের থেকে। যেখানে রাজস্থানের সর্বোচ্চ স্কোর ২২০, সেখানে বিরাটদের বিপক্ষে নিজামের দলটির সর্বোচ্চ স্কোর হচ্ছে ২০১। আবার সর্বনিম্ন রানের ক্ষেত্রে ভুবিরা টেক্কা দিয়েছে বিরাটদের। সেখানে ভুবিদের সংগ্রহ ১২৭ এবং বিরাটদের সংগ্রহ ১০২।

আরও জানতে পড়ুন: ম্যাচ জিততে মরিয়া রাজস্থান-হায়দরাবাদ দুই পক্ষই

এবার দেখা যাক কোন বছর এই দুই দল কত রান বা উইকেটে জিতেছে। প্রথম এই দুই দল মুখোমুখি হয় ২০১৩ সালে। সেই বছর তিনবারের সাক্ষাতে রাজস্থান জেতে ২ বার এবং হায়দরাবাদ জেতে একবার। রাজস্থান প্রথম ম্যাচে আট উইকেটে এবং তৃতীয় ম্যাচে জেতে চার উইকেটে। মাঝের একটি ম্যাচে জয়ের মুখ দেখে হায়দরাবাদ। তারা জেতে ২৩ রানে। এরপর ২০১৪ সালে দু বার মুখোমুখি হলে দুই দলই জেতে একটি করে ম্যাচ। প্রথম ম্যাচে রাজস্থান জয় পায় চার উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ জয় তুলে নেয় ৩২ রানে। ২০১৫ সালেও দুইবারের সাক্ষাতে দুটি দলই জেতে একটি করে ম্যাচ। এবারও প্রথম ম্যাচে রাজস্থান জয় পায় ৬ উইকেটে। এবং পরের ম্যাচে হায়দরাবাদ জয় পায় ৭ রানে।

আরও জানতে পড়ুন: ঘুমের দেশে সেলিম দুরানিhttps://www.eimuhurte.com/sports/dead-ex-cricketer-salim-durani/

২০১৬ এবং ২০১৭ সালে এই দুই দল পরস্পরের বিপক্ষে কোনও ম্যাচ খেলেনি। ২০১৮-তে ফের তারা মুখোমুখি হয়। সেবার অবশ্য দুটি ম্যাচেই রাজস্থানকে হারের মুখ দেখতে বাধ্য করে হায়দরাবাদ। প্রথম ম্যাচে ৯ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ১১ রানে তারা জয় ছিনিয়ে নেয়। ১৯-এ অবশ্য দুটি দলই একটি করে ম্যাচে জয়ের মুখ দেখে। প্রথম ম্যাচে অবশ্য দক্ষিণের এই দলটি জয় পায় ৫ উইকেটে।এবং দ্বিতীয় ম্যাচে বদলা নেয় রাজস্থান। তারা জেতে ৭ উইকেটে। ২০২০ তেও দুই দল একটি করে ম্যাচ। রাজস্থান ৫ উইকেটে এবং হায়দরাবাদ ৮ উইকেটে জয় হাসিল করে নেয়। ২০২১-এ একই ঘটনা। রাজস্থান ৫৫ রানে এবং হায়দরবাদ ৭ উইকেটে ম্যাচ জেতে। ২০২২-এ অবশ্য হায়দবাদ আর রাজস্থানকে হারানোর সুযোগ পায়নি। সেক্ষেত্রে প্রথম সাক্ষাতেই বাজিমাত বিরাটদের। তাঁরা জয় ছিনিয়ে নেয় ৬১ রানে। সুতরাং রবিবার ম্যাচে কি হবে সেদিকেই নজর থাকবে সকলের।      

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

628
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like