এই মুহূর্তে




৪০ বছরে রঞ্জিতে ৩২তম শতরান করে চমকে দিলেন জম্মু-কাশ্মীরের ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি: বয়স যে শুধুই মাত্র সংখ্যা, ফের তা প্রমাণ করে দিলেন জম্মু-কাশ্মীরের অভিজ্ঞ ব্যাটার পারশ ডোগরা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরান করেছেন। ১৬৯ বলে ১১২ রান করে অপরাজিত রয়ে গিয়েছেন জম্মু-কাশ্মীরের অধিনায়ক। দুরন্ত শতরানের ইনিংস সাজানো ছিল ১৬টি চারে।

এ নিয়ে রঞ্জি ট্রফিতে ৩২তম শতরান করলেন পারশ। রঞ্জির ইতিহাসে সর্বাধিক শতরানকারী হিসাবে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন। তিনি টপকে গিয়েছেন অজয় শর্মাকে। সর্বাধিক শতরানকারীর রেকর্ড ওয়াসিম জাফরের। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রঞ্জিতে ৪০টি শতরান করেছেন। ৪০ বছর বয়সী পারশ দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে তাঁর পারফরম্যান্স রীতিমতো চোখধাঁধানো। এখনও পর্যন্ত তিনি ৯৫০০ রান করেছেন। সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে রয়েছেন ওয়াসিম জাফর। তাঁর রান সংখ্যা হল-১২০৩৮।

প্রথমে ব্যাট করে ৩৮৬ রানে গুটিয়ে গিয়েছিল মুম্বইয়ের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছিল জম্মু-কাশ্মীর। ঠিক তখনই পরিত্রাতা হিসাবে হাজির হন পারশ। অধিনায়ক হিসাবে দলকে বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করেন। আব্দুল সামাদের সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ৯৪ রান যোগ করেন। আবিদ মুশতাকের সঙ্গে সপ্তম উইকেটে জুটি বেঁধে ৬৮ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান। ক্রিজের অন্যপ্রান্তে একের পর সতীর্থ ফিরে গেলেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন পারশ। তাঁর অনবদ্য শতরানের সুবাদেই দিনের শেষে জম্মু-কাশ্মীরের রান দাঁড়ায় সাত উইকেট হারিয়ে ২৭৩। মুম্বইয়ের তুলনায় এখনও ১১৩ রানে পিছিয়ে জম্মু-কাশ্মীর। যদিও হাতে তিন উইকেট রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল-হলুদকে হারিয়ে ২২ বছর পর শিল্ড সবুজ-মেরুনের

যুবভারতীতে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের হাড্ডাহাড্ডি লড়াই

‘২০২৭ সালের বিশ্বকাপে খেলব’, খুদে ভক্তকে ওয়াদা রোহিত শর্মার

শনি সন্ধ্যায় শিল্ড ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, জয়ের জন্য মরিয়া দু’পক্ষ

পাক বিমান হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজে দল প্রত্যাহার

ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়ল জার্মানি, এক ধাপ এগোল আর্জেন্টিনাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ