-273ºc,
Friday, 2nd June, 2023 8:10 pm
নিজস্ব প্রতিনিধি: না, হল না। শেষ বলে ছয় মারতে পারলেই বাজিমাত করে ফেলতে পারত গুজরাত টাইটানস। কিন্তু সেটা হল না। প্লে-অফের ছাড়পত্রটাও পাকা করতে পারল না হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। ৫ রানে ম্যাচ হেরে গেল তারা।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাত টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা (৪৩) এবং ইশান কিশান (৪৫)। তবে অর্ধশতরান থেকে বঞ্চিত হন দু’জনেই। এরপর সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা চেষ্টা করেন স্কোর বোর্ডকে সচল রাখার। তবে তাঁরা কেউই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। কায়রন পোলান্ডও মাত্র ৪ রান করে ফিরে যান। এরপর দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করেন টিম ডেভিড। টাইটানসের হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন রশিদ খান।টিম ডেভিডের অপরাজিত ২১ বলে ৪৪ রানের দৌলতে ১৭০ রানের গণ্ডি পার করতে পারে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।
১৭৮ রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা (৫৫) এবং শুভমন গিল (৫২)। দু’জন মিলে মোট ১০৬ রানের পার্টনারশিপ করেন। বলতে গেলে একপ্রকার জমি শক্তই করে রেখে যান তারা। এরপর হার্দিক (২৪), সুদর্শন (১৪) এবং ডেভিড মিলাররা (১৯) দলকে জেতানোর চেষ্টা করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। রাহুল তেওয়াতিয়ার রান আউটটাই ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। ম্যাচের সেরা হয়েছেন টিম ডেভিড।