এই মুহূর্তে




ইন্টার মিলানকে টেক্কা দিয়ে চতুর্থবার সিরি আ লিগ জয় নাপোলির




নিজস্ব প্রতিনিধি: টানটান উত্তেজনা শেষে ইন্টার মিলানকে টেক্কা দিয়ে চতুর্থবারের মতো ইতালির সিরি আ লিগ জিতল প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার ক্লাব হিসাবে পরিচিত নাপোলি। গতকাল শুক্রবার (২৩ মে) রাতে ইন্টার কোমাকে ২-০ গোলে হারানোর সুবাদে লিগ শিরোপা ঘরে তুলল ক্লাবটি। ৩৮ ম্যাচের শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। সমসংখ্যক ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ শেষ করল ইন্টার।

শুক্রবার রাতে একই সময়ে লিগে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ইন্টার মিলান ও নাপোলি। সমসংখ্যক ম্যাচে দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র এক। হারলেই লিগ জয়ের স্বপ্ন শেষ হবে এমন ছিল সমীকরণ।  ইন্টার কোমোর বিপক্ষে ম্যাচের  ৪২ মিনিটে মাতেও পলিতানোর ক্রসে দারুণ এক বাইসাইকেল কিকে গোল করে দলকে এগিয়ে দেন স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে আন্তেনিও কন্তের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়ে নাপোলি। মুহুর্মুহু আক্রমণে দিশেহারা করে দেয় কোমোর রক্ষণ ভাগকে। শেষ পর্যন্ত রোমেলু লুকাকু প্রায় মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে গিয়ে একক প্রচেষ্টায় গোল করেন। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে লিগ শিরোপা নিশ্চিত করে নাপোলি।

প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়াগো মারাদোনার হাত ধরে দু’বার সিরি আ জিতেছিল নেপলসের ক্লাবটি। তার পর দীর্ঘদিন আর লিগ জিততে পারেনি। সেই খরা কাটিয়ে ২০২৩ সালে দীর্ঘ ৩৩ বছর বাদে সিরি আ খেতাব ঘরে তুলেছিল। মাঝে এক বছর বাদ দিয়ে ফের লিগ জিতল। শুক্রবার নাপোলিকে লিগ জিতিয়ে এক অনন্য নজির গড়েছেন কোচ আন্তনিও কন্তে। তিনটি ক্লাবের হয়ে ইতালিয়ান লিগের শিরোপা জিতলেন। ২০১১–১২ ও ২০১২–১৩ মরসুমে জুভেন্তাসকে শিরোপা এনে দিয়েছিলেন। ২০২০–২১ জিতেছেন ইন্টার মিলানের হয়ে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে শতরান করে ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্থ, কোন রেকর্ড গড়লেন?

শান্তর সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে বড় টার্গেট, ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

ফের গর্বে বুক চওড়া ভারতবাসীর, প্যারিসে সোনা জিতে বদলা নিলেন নীরজ

ব্রিটিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ের তকমা পেলেন ২২ বছর বয়সী জার্মান ফুটবলার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ