এই মুহূর্তে




কোহলি-রোহিতদের টেক্কা দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ‘নয়া কীর্তি’ এই অনামী ভারতীয়র

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটে রেকর্ড-ভাঙা গড়ার খেলা চলতে থাকে অবিরত। নামী খেলুড়ে দেশগুলির ক্রিকেটাররা হামেশাই নয়া-নয়া রেকর্ড গড়েন। কিন্তু এবার এমন এক রেকর্ড গড়েছেন অনামী এক দেশের খেলোয়াড়, যে কৃতিত্ব কারও নেই। সবচেয়ে লক্ষ্যণীয়, ওই রেকর্ডধারী হলেন এক ভারতীয় বংশোদ্ভুত। ফলে ভারতীয়রা গর্ব করতেই পারেন। বলছি মালয়েশিয়ার বীরানদীপ সিংহের কথা। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসাবে তিন হাজার রান ও একশো উইকেটের মালিক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে শিক্ষানবিশ হিসাবেই পরিচিত মালয়েশিয়ার। অথচ ওই দেশেরই খেলোয়াড় বীরানদীপ সিংহ সবাইকে টেক্কা দিয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) কুয়ালালামপুরে বাহরাইনের বিপক্ষে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে নেমেছিল মালয়েশিয়া। মাঠে নামার আগে মালয়েশিয়ার স্পিনার বীরানদীপ সিংহের ঝুলিতে ছিল ৯৯ উইকেট। এদিন বাহরাইনের ইমরান আনওয়ারকে ক্লিন বোল্ড করে একশো উইকেটের মালিক হয়ে যান। পরে আসিফ জাভেদ ও নাভিনা শেট্টিকেও সাজঘরে ফেরান। চার ওভার হাত ঘুরিয়ে ১১ রান খরচ করে তিন উইকেট ঝুলিতে পুরেছেন বীরানদীপ। তাঁর শিকারের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ উইকেট। শুধু বল হাতে ভেল্কি দেখিয়েছেন তাই নয়, বীরানদীপ ব্যাট হাতেও খেললেন ২৩ রানের ইনিংস। চলতি বছরের জুলাইতেই সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলে তিন হাজার রান সংগ্রহকারীর তালিকায় ঢুকে পড়েছিলেন তিনি।

যদিও বীরানদীপের নয়া রেকর্ডে ভাগ বসাতে পারেন আরও এক ক্রিকেটার। তিনি হলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাঁর রান ২৮৪৬, উইকেট ১০২টি। আর মাত্র ১৫৪ রান করতে পারলেই তিনি বীরানদীপের পাশে বসে যাবেন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাবার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্মৃতি মান্ধনার বাগদত্তা পলাশ মুচ্ছল

২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেল ভারত, কোথায় বসবে আসর?

আত্মঘাতী ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার শ্যালক

ড্যারিল মিচেলকে সরিয়ে ফের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রোহিত শর্মা

ফুটবল বিশ্বকাপ শেষে ৫১১ বছরের প্রাচীন এই স্থানে বিয়ে করবেন রোনাল্ডো

‘আমি নই, দেশের ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমার ভবিষ্যৎ বোর্ড ঠিক করুক’, পদত্যাগ করছেন গম্ভীর?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ