27ºc, Haze
Tuesday, 28th March, 2023 10:57 pm
নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয়বার ইনিংসের প্রথম বলে আউট হলেন বিরাট কোহলি। অফ ফর্ম কাটিয়ে ধীরে-ধীরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন টিম ইন্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই প্রাক্তন অধিনায়ক। গত দুই ম্যাচে তাঁর ব্যাট থেকে রান এসেছিল। তার মধ্যে একটি অর্ধশত রানও ছিল। কিন্তু রবিবাসরীয় বিকেলে ফের যেন খারাপ ফর্ম বিরাটের পিছু নিল। সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে গোল্ডেন ডাক নিয়ে ডাগ-আউটে ফিরলেন রান মেশিন। সুচিথের প্রথম বলেই উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আউট হওয়ার খানিকটা অবাক হয়ে যান বিরাট, এরপর একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন।
আর আইপিএলের আসরে এই নিয়ে মোট ৬ বার প্রথম বলেই আউট হয়েছেন কোহলি। সেগুলি হল ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেহেরার হলে, ২০১৪ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সন্দীপ শর্মার বলে, ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নাথান কুল্টার নেইলের বলে, ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুশমন্ত চামিরার বলে, ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মার্কো জেনসেনের বলে, ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জগদীশ সুচিথের বলে আউট হন বিরাট।
এই খারাপ ফর্ম পিছু না ছাড়লে আগামী দিনে তাঁর জাতীয় দলে থাকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠে যেতে পারে।