এই মুহূর্তে




৫ নভেম্বর বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা টিমের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী মোদি

নিজস্ব প্রতিনিধিঃ কেটেছে খরা। ঘুচেছে দুর্নাম। বিশ্বকাপে শাপমুক্তি হয়েছে ভারতীয় মহিলা টিম। রবিবার নাভি মুম্বইয়ের স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। ২৯৮ তুলে ২৯৯ রানের টার্গেট দিয়েছিল হরমনারা লরাদের। কিন্তু ২৪৬ রানেই ম্যাচ গুটিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দল অল আউট করে প্রোটিয়াদের। শেষমেষ জয়ী হয় ভারত। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, আমনজ্যোৎ কৌর, রেণুকা, জেমাইমারা। তাঁদের এই সাফল্যে গোটা দেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় শুধু ভারতীয় মেয়েদের জয়গান। আর দেশের কন্যা দের এই জয়ে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বকাপ জেতার কিছুক্ষণের মধ্যেই তিনি একটি বিশেষ পোস্টের মাধ্যমে হরমনপ্রীতদের অভিনন্দন জানান।

এবং এক্সে লেখেন, “২০২৫ সালের আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয় হয়েছে। ফাইনালে অসাধারণ দক্ষতা এবং অপরিসীম আত্মবিশ্বাসের প্রদর্শন। পুরো দল দ্বিগুণ পরিশ্রম এবং আবেগ প্রদর্শন করেছে। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের অনুপ্রাণিত করবে। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন।” এবার শোনা যাচ্ছে, এই খুশি আরও দ্বিগুণ করতে আগামী ৫ নভেম্বর বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা টিমের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন প্রথমবার মহিলা বিশ্বকাপে দেশের মাটিতে ভারতকে জিতিয়ে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। এবার ভারতের সেই কন্যাদের সঙ্গে দেখা করে নিজের চোখ সার্থক করতে চলেছেন মোদি।

সূত্রের খবর, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে টিম ইন্ডিয়া দিল্লি যাবে। গতকাল ঐতিহাসিক জয়ের পর, ভারতীয় দলটি গভীর রাত পর্যন্ত উদযাপন করছেন। বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) তাদের পরিবারের সঙ্গে উদযাপনকারী খেলোয়াড়দের বেশ কিছু ভিডিও এবং ছবি শেয়ার করেছে, যেখানে অঞ্জুম চোপড়া, ঝুলন গোস্বামী এবং মিতালি রাজের মতো প্রাক্তন খেলোয়াড়রাও যোগ দিয়েছিলেন। ছিলেন মহিলা দলের প্রধান কোচ অমল মজুমদারও। বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া পুরস্কার হিসেবে ৪০ কোটি নগদ অর্থ পেয়েছেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডও বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় টিমকে ৫১ কোটি টাকা নগদ অর্থ পুরস্কারের ঘোষণা করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘লালকেল্লার বিস্ফোরণ সন্ত্রাসবাদীদেরই কাজ’, ৪৮ ঘন্টা বাদে স্বীকার করে নিল কেন্দ্র

হরিয়ানার ফরিদাবাদে মিলল আত্মঘাতী জঙ্গি উমরের লাল রংয়ের ইকোস্পোর্ট

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

লালকেল্লা বিস্ফোরণ: লাল রংয়ের ফোর্ড ইকো স্পোর্টের খোঁজে হন্যে গোয়েন্দারা

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

ইডেনের টেস্টে বাদ পড়ছেন এক ভারতীয় খেলোয়াড়, ইঙ্গিত সহকারী কোচের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ