নিজস্ব প্রতিনিধি, কানপুর: রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনারের পরিবর্তে তাঁর উপরেই আস্থা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু গোটা বিশ্বকাপে একবারের জন্যও জ্বলে উঠতে পারেননি কুলদীপ যাদব। রবিবার বিশ্বকাপের ফাইনালে আমদাবাদের মন্থর পিচে অজি ব্যাটারদের মোটেও সমস্যায় ফেলতে পারেননি তিনি। উল্টে নির্মমভাবে মার খেয়েছেন। দলের প্রয়োজনে জ্বলে উঠতে না পারায় তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভারতীয় সমর্থকরা। ক্ষুব্ধ সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটার আশঙ্কায় ফাইনাল ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় দলের অন্যতম স্পিনারের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করার পাশাপাশি আশেপাশের এলাকায় চলছে টহলদারি।
কানপুরের ডিফেন্স কলোনিতে পেল্লাই বাড়ি কুলদীপ যাদবের। এতদিন ওই বাড়ি ছিল স্থানীয়দের কাছে গর্বের। অনেকেই ওই বাড়ির সামনে দাঁড়িয়ে নিজস্বী তুলতেন। কিন্তু বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্সের পরেই ক্রিকেট ভক্তদের কাছে ভিলেন হয়ে উঠেছেন ভারতীয় দলের অন্যতম স্পিনার। অনেকেই কুলদীপের উপরে চটে লাল। রবিবার বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে রোহিত শর্মাদের দুরমুশ হওয়ার পরে এক ধাক্কায় ক্ষোভ বেড়েছে অনেকাংশে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কুলদীপের কানপুরের ডিফেন্স কলোনির বাড়ির উপরে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কানপুরের পদস্থ পুলিশ আধিকারিকরা।
তাই কোনও ঝুঁকি না নিয়ে রাতারাতিই ভারতীয় দলের স্পিনারের বাড়ির সামনে এবং সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জাজমউ থানার আইসি অরবিন্দ শিসোদিয়া জানিয়েছেন, ‘আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই কুলদীপ যাদবের বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হযেছে। ২৪ ঘন্টাই নজরদারি রাখা হচ্ছে। বিক্ষোভ-সহ যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করা হচ্ছে।’