এই মুহূর্তে




‘ভাগ্যে যা লেখা আছে তাই হবে….’, টেস্টে অবসর নিয়ে প্রথম মুখ খুললেন রোহিত শর্মা




নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই আন্তর্জাতিক টেস্ট ম্যাচ থেকে অবসর ঘোষণা করেছেন টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’ রোহিত শর্মা। তাঁর অবসর ঘোষণার এক সপ্তাহ পরেই আন্তর্জাতিক টেস্ট থেকে অবসরের ঘোষণা করেন বিরাট কোহলি। টেস্ট ম্যাচ থেকে বড় বড় দুই খেলোয়াড়ের বেরিয়ে যাওয়া, নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার জন্যে বড় ধাক্কা ছিল। পাশাপাশি ভক্তদের কাছেও উদ্বেগপ্রবণ ছিল। তবে বিষয়টি রিকভার করে শুভমন গিলের নেতৃত্বে তরুণ খেলোয়াড়দের নিয়ে টেস্ট স্কোয়াড সাজিয়েছে ভারত। গত ২০ জুন থেকে শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ সিরিজের ভারতের টেস্ট ম্যাচ। আর ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টের মাধ্যমে শুভমান তার টেস্ট অধিনায়কত্বে অভিষেক করেছেন। আর তাতে ভালই পারফরম্যান্স করছে টিম ইন্ডিয়া।

এদিকে টেস্ট থেকে অবসর নিয়ে কোনও অনুশোচনা নেই রোহিতের। তাও তিনি নিজেই জানিয়েছেন। যদিও শুধু আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট নয়, টি-টোয়েন্টি আন্তর্জাতিককেও বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। এখন তিনি শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলবেন। কিন্তু বড় বড় দুটি টুর্নামেন্টকে বিদায় জানিয়ে কোনও আফসোস নেই রোহিতের। সম্প্রতি রোহিত শর্মা এবং তাঁর স্ত্রী ঋতিকা সাজদেহ ইউটিউব শো ‘হু ইজ দ্য বস’-এ অংশ নিয়েছিলেন। যে শোটি পরিচালনা করছেন, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ এবং তাঁর স্ত্রী গীতা বসরা। এই শোতে রোহিত শর্মা তাঁর মনের অনেক কথা খুলে বলেছেন। টেক্ট থেকে অবসর নেওয়ার বিষয়ে রোহিত শর্মা জানিয়েছেন, তিনি কোনও কিছুর জন্য কখনই অনুশোচনা করেন নি, এখনও করেন না। তার কোনও সিদ্ধান্তের জন্যও অনুশোচনা নেই, যদি তা অবসরও হয়, তাই তাঁর কোনও অনুশোচনা নেই। তিনি ভাগ্যে বিশ্বাসী। তাই তিনি মনে করেন ভাগ্যে যা লেখা ছিল তা তিনি পেতেও পারেন আবার হারাতেও পারেন।

 

রোহিত শর্মা বলেন, ‘আমাকে ২-৩টি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার জীবনে আমি কী কিছু নিয়ে অনুশোচনা করি? আমি বলেছিলাম যে আমি কী নিয়ে অনুশোচনা করব। যদি আমি আমার জীবনের ২৫ বছর পিছনে ফিরে যাই, তাহলে আমি দেখতে পাব আমার জীবন কেমন ছিল। সেই সময়, আমি কল্পনাও করতে পারিনি যে আমি আজ এখানে এতকিছু অর্জন এবং এত স্বীকৃতি নিয়ে বসে থাকব। ঈশ্বর আমাকে যা দিয়েছেন তাতে আমি খুব খুশি। আমি জানি, ভবিষ্যতে ও মানুষ আমাকে জিজ্ঞাসা করবে যে, তুমি আরও অনেক কিছু অর্জন করতে পারতে! কিন্তু তুমি এটা কেন করোনি, কেন ওটা করনি। তবে আমি বিশ্বাস করি, আমার ভাগ্যে যা লেখা আছে, আমি শুধু ততটুকুই পাব। তাই এটা আমার জন্য লেখা হয়েছে এবং ঈশ্বর আমাকে এত কিছু দিয়েছেন, এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ।’ ৩৮ বছর বয়সী রোহিত শর্মা ভারতীয় দলের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান করেছেন। ২৭৩টি ওয়ানডে ম্যাচে তিনি ৪৮.৭৬ গড়ে ১১১৬৮ রান করেছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে (১৫৯টি ম্যাচ) রোহিত ৩২.০৫ গড়ে ৪২৩১ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা ৪৯টি সেঞ্চুরি এবং ১০৮টি হাফ-সেঞ্চুরি করেছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ