এই মুহূর্তে




ভারতের কাছে হারের হ্যাটট্রিকের খেসারত! পাক অধিনায়কত্ব হারাচ্ছেন সলমান আঘা

নিজস্ব প্রতিনিধিঃ শেষ হয়েছে বহু প্রতীক্ষিত এশিয়া কাপ ২০২৫। যেখানে ৪১ বছর পর ফাইনালে উঠেও ভারতের কাছে দুরমুশ হয়েছে পাকিস্তান। শুধু ফাইনাল নয়, গ্রুপ এবং সেমি ফাইনাল পর্বেও ভারতের কাছে পরাজিত হয়েছিল পাকিস্তান। যদিও পহেলগাঁও হামলার পরে ভারতীয় দলের পাকিস্তানের সঙ্গে খেলাতে তীব্র আপত্তি জানিয়েছিল দেশবাসীর একাংশ। কিন্তু পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যুর প্রতিশোধ ব্যাটে-বলে নিয়েছে টিম ইন্ডিয়া। সুতরাং এশিয়া কাপের ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সফল সূর্যকুমার যাদব। কিন্তু ভারতের কাছে হারের হ্যাটট্রিক করে অসফল পাকিস্তানি অধিনায়ক সলমান আলি আঘা। ভারতকে হারানোর জন্যে তাঁর নেতৃত্ব দানের যথেষ্ট অভাব হয়েছে। তিনি অধিনায়ক হিসেবে ব্যার্থ, সেই কারণে এবার তাঁকে দল থেকে তাড়াচ্ছে পাকিস্তান।

এশিয়া কাপের ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সলমান আঘার কাণ্ড কারখানা গোটা ক্রিকেট বিশ্বের কাছে সমালোচিত হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ভারতীয় দলের সঙ্গে পাকিস্তানের হ্যান্ডশেক না করা, তাঁর নেতৃত্বে খেলা চলাকালীন ভারতকে কটাক্ষ করে নানারকম বিতর্কিত ইঙ্গিত, তাঁর প্রশ্রয়ে রউফের ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত, ছয় মেরে বন্দুক চালানোর মতো উচ্ছ্বাস তাঁর দলের খেলোয়াড়ের, শেষে জেতার পরেও ভারতকে ট্রফি না দেওয়ার বিতর্ক, সবটাই পাকিস্তানি দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল। পাশাপাশি এশিয়া কাপের সময় সাংবাদিক সম্মেলনে নানা রকম বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এবার তারই খেসারত দিতে হল সলমান আলি আঘাকে। প্রমাণ হয়েছে যে, পাকিস্তানি অধিনায়ক সলমান আলি আঘা ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ। সলমান গোটা এশিয়া কাপের ৭ ম্যাচে মাত্র ৭২ রান করতে পেরেছিলেন, গড়ে ১২ রান করেছিলেন তিনি।

তাই এখন জল্পনা, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সলমান আলি আঘাকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে পারে। একটি প্রতিবেদন অনুসারে, তাঁকে সরিয়ে দলের অধিনায়ক হতে পারেন স্পিন-বোলিং অলরাউন্ডার শাদাব খান। T20 এই ফর্ম্যাটে তিনি নতুন অধিনায়ক হতে পারেন। তবে সূত্রের খবর, পিসিবি শাদাব খানকে টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে নিযুক্ত করতে চায়। যদিও কাঁধের অস্ত্রোপচারের পর শাদাব বর্তমানে পুনর্বাসনে রয়েছেন, যা আগামী মাসে সম্পন্ন হবে। তাঁর অস্ত্রোপচারটি ইংল্যান্ডে হয়েছিল।

শাদাব পাকিস্তানের হয়ে ৬টি টেস্ট, ৭০টি ওয়ানডে এবং ১১২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন। তিনি সর্বমোট ১৯৪৭ রান করেছেন এবং ২১১টি উইকেট নিয়েছেন। তিনি শেষবার মে-জুন মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন। তবে অস্ত্রোপচারের আগে শাদাব টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ঘরোয়া ক্রিকেটে শাদাব খানের অধিনায়কত্বের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সূত্রটি জানিয়েছে যে, আগামী ১১ নভেম্বর থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে হোম টি-টোয়েন্টি সিরিজের জন্য শাদাব দলে যোগ দিন দেবেন, তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। এছাড়াও ম্যাচ ফিটনেস ফিরে পেতে শ্রীলঙ্কা সিরিজের আগে কায়েদ-ই-আজম ট্রফিতে চার দিনের একটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে শাদাবের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল-হলুদকে হারিয়ে ২২ বছর পর শিল্ড সবুজ-মেরুনের

যুবভারতীতে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের হাড্ডাহাড্ডি লড়াই

‘২০২৭ সালের বিশ্বকাপে খেলব’, খুদে ভক্তকে ওয়াদা রোহিত শর্মার

শনি সন্ধ্যায় শিল্ড ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, জয়ের জন্য মরিয়া দু’পক্ষ

পাক বিমান হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজে দল প্রত্যাহার

ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়ল জার্মানি, এক ধাপ এগোল আর্জেন্টিনাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ