-273ºc,
Friday, 2nd June, 2023 8:17 pm
নিজস্ব প্রতিনিধি: পরপর পাঁচ ম্যাচ হেরে চলতি আইপিএলের প্লে-অফে যাওয়ার রাস্তা ভীষণ কঠিন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম চারে যেতে গেলে এখন বাকি চার ম্যাচের মধ্যে চারটিতেই জিততে হবে। তবে শুধু জিতলেই হবে না, খেয়াল রাখতে হবে রান রেট এবং লড়াইয়ে থাকা বাকি দলগুলির দিকেও। রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে জিতে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। এখন তাদের লক্ষ্য হল বাকি ম্যাচগুলি জিতে প্লে-অফের টিকিট চূড়ান্ত করা।
নাইটদের ড্রেসিং রুমের পরিবেশ বেশ ফুরফুরেই রয়েছে। সেটা দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং অজি পেসার প্যাট কামিন্সের কীর্তি দেখেই বোঝা গেল। জিম সেশনে এসে মনের সুখে গান ধরে বসলেন তাঁরা। তাঁদের গানের সেই ভিডিও বেশ ভাইরাল হয়ে ওঠে।
অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক কামিন্স নিজেই সেই ভিডিও তাঁর টুইটারে প্রকাশ করেন। আর সেটার ক্যাপশনে তিনি লেখেন, ‘জিমে পরিশ্রম থেকে আমাদের যেকোনও কিছু বিরত করে। আগামী শনিবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স’।