27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:43 am
নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই এসে যাবে ক্রিকেটের নন্দন কাননে মহারণের দিন। চলতি আইপিএলের প্লে-অফের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস। হার্দিক, ঋদ্ধিদের সঙ্গে বাটলার, অশ্বিনদের এই দ্বৈরথ দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন শহরের ক্রিকেট প্রেমীরা। তাই নানারকমভাবে সাজিয়ে তোলা হয়েছে ইডেন গার্ডেন্সকে। গোটা দিন ধরে চলেছে ব্যস্ততা। কোনও কিছুতে যেন ফাঁক না থাকে সেই দিকে ভালোভাবে লক্ষ্য রেখেছেন সিএবি-র কর্তারা।
আর এমন বড় ম্যাচের আগে ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায় মাঠ এবং ব্যবস্থাপনা পরিদর্শনে আসবেন না এমনটা হতেই পারে না। একবার নয় তিন দফায় ইডেন পরিদর্শনে এলেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট।
সকালে, দুপুরে এবং সন্ধ্যে মিলিয়ে মোট তিনবার ইডেন দেখতে আসেন তিনি। সব মিলিয়ে মোট কয়েক ঘণ্টা সেখানে থাকেন সৌরভ। সবকিছু ভালো করে খতিয়ে দেখেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক। মাঠের চারপাশ ভালো ঘুরে দেখে সিএবি-র কর্তাদের দফায়-দফায় বৈঠক করতেও দেখা যায় টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ককে।