এই মুহূর্তে




চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে উদ্বোধন রাজ্যের প্রথম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামের

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ধনধান্য অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ফিল্ম ফেস্টিভ্যাল। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রঞ্জিত মল্লিক, লিলি চক্রবর্তী, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ, দেব, কোয়েল মল্লিক, শত্রুঘ্ন সিনহা, চিরঞ্জিত চক্রবর্তী, ইন্দ্রনীল সেন , রূপঙ্কর বাগচি, অম্বরীশ ভট্টাচার্য সহ বহু তারকা। এসেছেন পরিচালক রমেশ সিপ্পি, কিংবদন্তি সঙ্গীতশিল্পী আরতি চট্টোপাধ্যায়, প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিচালক সুজয় ঘোষ সহ বহু বিশিষ্ট জন। এদিনের মঞ্চ থেকে আরতি চট্টোপাধ্যায় সম্মানিত হলেন বঙ্গবিভূষন সম্মানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই উদ্বোধন করলেন বাংলায় হকি স্টেডিয়ামের।    

যুবভারতী ক্রীড়াঙ্গনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে তোলা হয়েছে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম। কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই হল তারও উদ্বোধন। ২২ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে ভারতের  বৃহত্তম আন্তর্জাতিক মান সম্পন্ন হকি স্টেডিয়ামটি নির্মাণে ব্যয় হয়ে প্রায় ২০ কোটি টাকা। এখানে রয়েছে আন্তর্জাতিক মানে সিন্থেটিক টার্ফ, অস্ট্রেলিয়ার মতো উন্নত মানের গ্যালারি, ওইয়ার্ম আপ জোন, দুটি সুসজ্জিত ড্রেসিং রুম, একটি ভিভিআইপি বক্স, দুটি ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ, একটি আম্পায়ার ও ভিডিও আম্পায়ার রুম, ডোপ টেস্টিং ও মেডিক্যাল রুম,  সম্প্রচার ও ভিডিও অ্যানালিস্টের জন্য নির্দিষ্ট রুম, ভেন্যু পরিচালনা কেন্দ্র, প্রেস কর্ণার সহ একাধিক আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এই স্টেডিয়াম হবে বাংলার হকি প্রশিক্ষণ কেন্দ্র ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। ফলে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম হয়ে উঠগতে চলেছে রাজ্যের হকি ক্রীড়া পরিকাঠামোর প্রাণকেন্দ্র। এখান থেকেই উঠে আসবে ভবিষ্যতের ধ্রুবতারারা। এই স্টেডিয়াম দেখভাল করবে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর।     

প্রসঙ্গত, সারা দেশের মধ্যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এক বিশেষ জায়গা নিয়ে রয়েছে। ২০২৫ সালের চলচ্চিত্র উ ৎসবে ৩৯টি দেশের ২১৫টি ছবি দেখানো হবে।  যার মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র। এছাড়া থাকছে বিশেষ বিভাগ গানে গানে সিনেমা’, নানা সেমিনার ও আলোচনা সভা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে চাকরির প্রস্তাব দিল মমতার  সরকার

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

‘সিনেমাকে কাঁটাতারে বাঁধা যায় না’, চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ