27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:51 am
নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের শুরুটা দুর্দান্তভাবে করলেও পরে আর সেই ধারা বজায় রাখতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্ট যতই গড়িয়েছে ততই যেন একের পর এক ম্যাচ হেরে তলানিতে গিয়ে ঠেকেছে নাইটদের পারফরম্যান্স। প্লে-অফে যাওয়ার আশা ইতিমধ্যেই শেষ করে ফেলেছে শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, অ্যারন ফিঞ্চরা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে তারা। কিন্তু ঠিক কেন এই দুরাবস্থা হল দলটার। আর কেনই বা নামি ক্রিকেটারদের না নিয়ে অফফর্মে থাকা অজিঙ্কা রাহানে, বাবা ইন্দ্রজিৎ, শিভম মাভি, নীতিশ রানাদের মতো ক্রিকেটারদের নিলামে নেওয়া হল। আর নাইট ফ্র্যাঞ্চাইজির কাছে তো অর্থ কম ছিল না। তাহলে কেন এমন দুর্বল দল বানালেন ভেঙ্কি মাইসররা।
নাকি মেগা নিলামে আসা শাহরুখে পুত্র আরিয়ান এবং কন্যা সুহানা, আর জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহেতার বুদ্ধিতে তৈরি হয়েছে এমন জঘন্য দল? কারণ, এবারের নিলামে ভেঙ্কির সঙ্গে উপস্থিত ছিলেন তাঁরা সকলে। অধিকাংশ সময়ই দেখা গিয়েছে যে, কোনও ক্রিকেটারকে নেওয়ার আগে তারা নিজেদের মধ্যে আস্তে-আস্তে আলোচনা সারছেন। বিশেষ করে সবথেকে যেই বিষয়টা সকলকে অবাক করেছে সেটা হল কোনও পরিকল্পনা দেখতে পাওয়া যায়নি তাঁদের মধ্যে। আর কোনও তেমন কোনও তারকা এবং নামী ক্রিকেটারের জন্য ঝাঁপায়নি কলকাতা ফ্রাঞ্চাইজি।
তাহলে কী ছিল তাদের পরিকল্পনা? যেই প্রশ্নই সর্বদা ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। ইতিমধ্যেই ভেঙ্কি, আরিয়ান, সুহানা, জাহ্নবীর দিকে আঙুল তুলতে শুরু করে দিয়েছেন অনেকে। নানা মহল থেকে প্রশ্ন ভেসে আসছে ক্রিকেটীয় অভিজ্ঞতার কথা না থাকার জন্যই কী নিলামে এসে থমকে গিয়েছিলেন আরিয়ান, সুহানারা? নাকি মানুষের আবেগ নয়, এটাকে শুধু ব্যবসা বলে ধরে নিয়েছেন তাঁরা? উত্তর দেবে সময়ই। সেই অপেক্ষাতেই রয়েছেন নাইট সমর্থকরা।