32ºc, Haze
Sunday, 2nd April, 2023 4:56 pm
নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। আসন্ন আইপিএলে মাঠে দর্শক প্রবেশের ক্ষেত্রে সবুজ সংকেত দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার মহারাষ্ট্রর সরকারের সঙ্গে বিসিসিআইয়ের কর্তাদের বৈঠকে স্টেডিয়ামে দর্শক ঢোকানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবারের মতো এবারও আইপিএল নিয়ে ক্রিকেট প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। তার উপর চলতি বছর টুর্নামেন্ট ২টি নতুন দল যুক্ত হয়েছে। আর সবকটি দলই ভেঙে নিলামে নতুন করে ক্রিকেটার কিন টিম তৈরি করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে দর্শকশূন্য গ্যালারিতে খেলা হলে ফের একবার হতাশ হতে হত অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা সমর্থকদের। কিন্তু মহারাষ্ট্র সরকার ও বোর্ড কর্তাদের বৈঠকে দর্শক প্রবেশের অনুমতি মেলায় বেশ স্বস্তি পেলেন ক্রিকেট প্রেমীরা।
তবে পুরো ১০০ শতাংশ নয়, আইপিএল চলাকালীন মাঠে ২৫ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। সেই হিসেবেই টিকিট বিক্রি করা হবে। আগামী ২৬ মার্চ থেকে চলবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। ১৫ এপ্রিল পর্যন্ত চলবে টুর্নামেন্টের প্রথম পর্ব। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে দ্বিতীয় পর্বে এই দর্শক প্রবেশের সংখ্যাটা বাড়তে পারে।