-273ºc,
Tuesday, 30th May, 2023 2:18 pm
নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমটা দুর্দান্তভাবে শুরু করলেও চোট আঘাতের সমস্যায় ভীষণভাবে ভুগছেন রাফায়েল নাদাল। আসন্ন ফরাসি ওপেনে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হলেও হাল ছাড়তে কোনওভাবেই রাজি নন, বিশ্বের অন্যতম সেরা এই টেনিস তারকা। তাই খ্যাতনামা এই টুর্নামেন্ট খেলাকালীন নিজের চিকিৎসককে সঙ্গে রাখতে চান তিনি।
জানা গিয়েছে, আরও একবার ফ্রেঞ্চ ওপেন জিততে মরিয়া হয়ে রয়েছেন খ্যাতনামা এই স্প্যানিশ টেনিস তারকা। তবে রাফা এবং খেতাব জয় এই দুইয়ের মাঝে বড়সড় বাধা হয়ে দাঁড়াতে পারে চোট। পাঁজরের চোট সারিয়ে কোর্টে ফিরলেও এখন পায়ে ভালো মতোই যন্ত্রনা অনুভব করছেন ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।
সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আমার পায়ে আবার বেশ যন্ত্রণা হচ্ছে। আমি একজন খেলোয়াড়। তাই চোট নিয়েই চলতে হয়। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তবে এবার আমার লক্ষ্য হল আসন্ন ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হওয়া। আমি ওই টুর্নামেন্ট চলাকালীন নিজস্ব চিকিৎসককে সঙ্গে রাখতে চাই’।