24ºc, Haze
Wednesday, 1st February, 2023 1:00 am
নিজস্ব প্রতিনিধি: রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেল হিমাচল প্রদেশের শিমলা জেলার যুবক রমেশ চন্দর। পেশায় তিনি হলেন একজন সামান্য শ্রমিক। কিন্তু আইপিএল থেকে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি। রাস্তার ফুটপাত থেকে একলাফে মগডালে উঠে গেল শিমলার চৌপল জেলার এই বাসিন্দা। আইপিএল ক্রিকেটের সঙ্গে যুক্ত অ্যাপ থেকে এই যুবক মোট এককোটি ১৭ লক্ষ ৫০ হাজার টাকা জিতেছেন। তিনি জ্যাকপট জিতেছেন বলে খবর। আর এরপর থেকেই তাঁর খোঁজ শুরু করেছেন অনেকে।
গত মঙ্গলবার প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস। আর সেই ম্যাচে অ্যাপের মাধ্যমে নিজের পছন্দমতো দলগঠন করেন শিমলার যুবক রমেশ। আর সেখান থেকেই ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা। রাতে ম্যাচ শেষে এই জ্যাকপট জেতার খবর তিনি তাঁর বন্ধুদের থেকে এই খবর পান। সেখানে রমেশ প্রথমস্থান অধিকার করেন।
ক্যানসারে প্রয়াত হয়েছেন তাঁর বাবা। বাড়িতে মা, তিন বোন এবং ছোট ভাইকে নিয়ে অভাবের সংসার রমেশদের। খুব কষ্ট করেই আধপেটা খেয়ে সংসার চলত তাঁদের। এবার হয়তো সেই অনটন ঘুচবে রমেশের পরিবারের।