23ºc, Haze
Wednesday, 1st February, 2023 1:57 am
নিজস্ব প্রতিনিধি: সব থেকে বেশি রান করে কমলা টুপির মালিক বনে গেলেন জস বাটলার। গোটা আইপিএলে ১৭ ম্যাচে ৮৬৩ রান করেন তিনি। দুই নম্বরে কে এল রাহুল ছিলেন বটে। তবে লখনউয়ের অধিনায়ক অনেকটাই পিছিয়ে ছিলেন বাটলারের থেকে। তাঁর সংগ্রহ ছিল ৬১৬ রান। সদ্য সমাপ্ত হওয়া এই আইপিএলে মোট ৪টি শতরান করেছিলেন বাটলার।
অন্যদিকে, হাসারাঙ্গাকে টপকে ২৭ উইকেট তুলে নিয়ে বেগুনি টুপির মালিক বনে গেলেন রজতজভেন্দ্র চাহাল। টুর্নামেন্টেল শুরু থেকেই এই বেগুনি টুপির লড়াইতে ছিলেন টিম ইন্ডিয়ার এই স্পিনারকে।
অন্যদিকে, আইপিএলে সবাইকে টেক্কা দিয়ে দিল প্রথমবার আইপিএলে খেলতে আসা এই দলটি। লিগ পর্বের প্রথম থেকে শুরু করে রবিবারের ফাইনাল পর্যন্ত সমান ছন্দ বজায় রেখে খেলে গেল হার্দিক, মিলার, রশিদ, গিলরা। গোটা টুর্নামেন্টে ব্যাট, বল দুই বিভাগেই অনবদ্য পারফরম্যান্সের নিদর্শন দেখাল টাইটানসের ক্রিকেটাররা। ফাইনালেও তার অন্যথা হল না। মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাট বল দুই বিভাগেই জ্বলে উঠলেন হার্দিক পান্ডিয়া।