-273ºc,
Tuesday, 30th May, 2023 1:34 pm
নিজস্ব প্রতিনিধি: না, আবহাওয়া দফতর পূর্বাভাস দিলেও গত মঙ্গলবার সন্ধ্যায় তাণ্ডব দেখাননি বরুণ দেব। যার ফলে ইডেনে সুষ্ঠুভাবেই সম্পন্ন হতে পেরেছে চলতি আইপিএলের প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তবে আজও কি তিনি চুপ থাকবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। কারণ, বুধবার সন্ধ্যায় ক্রিকেটের নন্দন কাননে হতে চলেছে এলিমেনেটর ম্যাচ। যেখানে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এই ম্যাচকে ঘিরেও তৈরি প্রবল সংশয়। কারণ, রয়েছে প্রবল বড়-বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সময় এমনটা কোনও অস্বাভাবিক বিষয় নয়।
আর যদি বুধবার বৃষ্টির কারণে মাঠে বল না গড়ায়, তাহলে কী হবে? কোন দলকে জয়ী বলে ঘোষণা করা হবে।
জানা গিয়েছে, বৃষ্টির জন্য ম্যাচ আটকে থাকলে আইপিএলের নিয়ম অনুযায়ী রাত সাড়ে ৯টা পর্যন্ত অপেক্ষা করা হবে। তার মধ্যে ম্যাচ শুরু করা গেলে পুরো ২০ ওভারই খেলা হবে। আর যদি না করা যায় ওভার কমিয়ে খেলা শুরু করা হবে। কমপক্ষে ৫ ওভারে হলেও খেলা হবে। আর যদি সেটাও না হয় তাহলে সুপার ওভারের মাধ্যমে বেছে নেওয়া হবে জয়ী দলকে।