24ºc, Haze
Saturday, 1st April, 2023 8:13 pm
নিজস্ব প্রতিনিধি: প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে দুই দলই। চলতি আইপিএলের শুরু থেকেই একেবারেই ছন্দে ছিল না চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। একের পর এক ম্যাচ হেরে প্লে-অফের আশাটা আগেই শেষ করে ফেলেছে আইপিএলের অন্যতম সফল এই দুই দল। পয়েন্ট টেবিলে এখনও তলানির দিকেই রয়ে গিয়েছে ধোনি ও রোহিতের দল। যদিও চেন্নাই মুম্বইয়ের থেকে ৪ পয়েন্ট এগিয়ে রয়েছে। টুর্নামেন্টের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে, এই দুই দলই সবথেকে বেশি সফল। মুম্বই পাঁচবার এবং চেন্নাই চারবারের চ্যাম্পিয়ন। তবে এই মরশুমে দুই টিমই আশ্চর্যজনকভাবে একেবারে তলানির দিকে রয়েছে। তাদের কাছে আর নতুন করে পাওয়ার বা হারানোর কিছু নেই। তবে রয়েছে সম্মানরক্ষার লড়াই। যেটা সহজে কেউ ছাড়তে চায় না।
এমন অবস্থাতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। আর ধোনি বনাম রোহিত দ্বৈরথ হল আইপিএলের অন্যতম একটা আকর্ষণ। যখনই এই দুই দল একে অপরের মুখোুমুখি হয় তখনই ফ্যানেদের মধ্যে উত্তেজনা বেশ বেড়ে যায়। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়েছে সিএসকে। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তাই এই ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসী চেন্নাই শিবির। তবে রবীন্দ্র জাদেজার না থাকাটা খানিকটা ব্যাকফুটে ঠেলবে মাহির দলকে।
অন্যদিকে, গত ম্যাচে কলকাতার বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। বিশেষ করে রোহিতদের ব্যাটিং পারফরম্যান্স বেশ চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। তবে ঘুরে দাঁড়িয়ে এই ম্যাচ জিততে মরিয়া বুমরাহ, তিলকরা।