24ºc, Haze
Wednesday, 1st February, 2023 12:59 am
আন্তর্জাতিক ডেস্ক: আভিজাত্যের উইম্বলডনে বড় ধরনের রদবদল। মেনস ডাবলসের নিষ্পত্তি পাঁচ সেটের পরিবর্তে নিষ্পত্তি হবে তিন সেটে। নতুন নিয়ম এই বছর থেকেই কার্যকর হবে। নতুন নিয়মের খবর দিয়েছে টুর্নামেন্টের আয়োজক সংস্থা অল ইংল্যান্ড ক্লাব। জানা গিয়েছে, মেন ডাবলসের নিষ্পত্তি পাঁচ সেটের পরিবর্তে কমিয়ে তিন সেটে করার জন্য সংখ্যাগরিষ্ঠ খেলোয়াড় অল ইংল্যান্ড ক্লাবের কাছে দীর্ঘিদন ধরেই দাবি জানিয়ে এসেছে। তারা জানিয়েছে, অন্যান্য আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের মেনস ডাবলসের নিষ্পত্তি পাঁচ সেটের পরিবর্তে তিন সেটে করা হয়েছে। উইম্বলডনেও এবার সেই নিয়ম চালু হোক। অল ইংল্য়ান্ড ক্লাব জানিয়েছে, তাদের ওই প্রস্তাব নিয়ে সংগঠনের সদস্যরা কথা বলেন। প্রস্তাবে তারা সম্মতি দিয়েছেন। আসন্ন উইম্বলডন টুর্নামেন্ট থেকই নতুন নিয়ম চালু হবে।
বিস্তারিত আসছে…